মাশরাফি বিন মতুর্জার উত্তরসূরি ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশ্য পুরো ব্যাপারটাই অনুমিত ছিল। টি-টুয়েন্টির নতুন অধিনায়ক সাকিব আল হাসান। শনিবার বোর্ডের নির্বাহী কমিটির ১৬তম সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়ে দিলেন, টাইগারদের ২০ ওভারের ক্রিকেটে মাশরাফির উত্তরসূরি করা হল সাকিবকে।
গত শ্রীলঙ্কা সিরিজে টি-টুয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেন মাশরাফি। তবে গুঞ্জন আছে বোর্ডের চাপেই নাকি সরে দাঁড়িয়েছেন ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল এই অধিনায়ক।
অবশ্য এমনিতেই এগিয়ে ছিলেন সাকিব। কারণ মাশরাফির দলে তিনি ছিলেন সহ-অধিনায়ক। সবকিছু ঠিক থাকলে আগামী জুলাইয়ে শুরু হবে তার ক্যাপ্টেন্সি মিশন। তখন পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে আসবে পাকিস্তান।
সেই ২০১৪ সালের সেপ্টেম্বর থেকে অধিনায়ক মাশরাফির সহকারী ছিলেন সাকিব। মোট ৫৯ টি-টুয়েন্টি খেলেছেন তিনি। অবশ্য ২০০৯ থেকে ২০১১ সালের আগস্ট পর্যন্ত বিভিন্ন সময়ে ক্রিকেটের তিন ফরম্যাটে বাংলাদেশের অধিনায়ক ছিলেন সাকিব।
Discussion about this post