কোনো ধরণের সিদ্ধান্ত ছাড়াই ফিরে গেছেন আইসিসির ৪ সদস্যের প্রতিনিধি দল। ফের সেপ্টেম্বরে সিলেট বিভাগীয় স্টেডিয়াম পরিদর্শনে আসছে তারা। তখনই চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে বলে। রোববার ৪ সদস্যের প্রতিনিধি দল মাঠ পরিদর্শন করেন। আইসিসির ইভেন্ট ম্যানেজার ক্রিস টেটলির নেতৃত্বে স্টেডিয়াম পরিদর্শনে আসে আইসিসি পর্যবেক্ষক দল। এসময় তার সঙ্গে ছিলেন টুর্ণামেন্ট ডিরেক্টর ধীরাজ মালহোত্রা, কনসালটেন্ট ভ্যান ভুরেন ইউজিন ও পিস বিশেষজ্ঞ কিয়েন সেংসহ বিসিবি ও এনএসসি কর্মকর্তারা। পর্যবেক্ষক দল প্রায় ৩ ঘন্টা ষ্টেডিয়ামের উন্নয়ন কাজের অবকাঠামো পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে পর্যবেক্ষক টিমের প্রধান ক্রিস টেটলি সাংবাদিকদের বলেন, ‘আমরা শুধু পরিদর্শন করেছি। বিসিবি, এনএসসি ও স্টেডিয়াম সংশ্লিষ্টরা তাদের কাজ করছেন। এর বেশি তিনি কিছু বলতে চাননি।’
এ বিষয়ে সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, ‘প্রতিনিধি দল যে যে বিষয় জানতে চেয়েছেন তা অবহিত করেছি। আশা করছি নির্ধারিত সময়ের পূর্বেই কাজ শেষ করতে পারব। সেপ্টেম্বরে আইসিসি পর্যবেক্ষক দল মাঠ পরিদর্শনে আবার আসবেন। তখন হয়তো চুড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে।’
Discussion about this post