অবশেষে নাসির হোসেনের জন্য বাংলাদেশ ক্রিকেট দলের দরজা খুলল। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত খেলে সেই সুযোগটা করে নিলেন এই অলরাউন্ডার। ত্রিদেশীয় সিরিজ ও চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বৃহস্পতিবার দল ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যেখানে ত্রিদেশীয় সিরিজের দলে আছেন নাসির।
এছাড়া রুবেল হোসেনকেও দলে রেখেছেন নির্বাচকরা। ইনজুরি কাটিয়ে ফিরেছেন আরেক পেসার শফিউল ইসলাম। এছাড়া দলে তেমন কোন চমক নেই! নির্বাচকরা জানিয়েছেন, আয়ারল্যান্ড সফর শেষে চ্যাম্পিয়ন্স ট্রফি দলে বাদ পড়বেন নুরুল হাসান সোহান, নাসির হোসেন ও শুভাশীষ রায়। তাদের তিনজনের সঙ্গে স্ট্যান্ডবাই আছেন সাইফুদ্দিন।
ইংল্যান্ডে এবারে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হচ্ছে আগামী ১ জুন। মাশরাফিদের প্রথম ম্যাচ ১ জুন। প্রতিপক্ষ ইংল্যান্ড।
এবারের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ড ছাড়াও টাইগারদের গ্রুপে থাকছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। এ অবস্থায় অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ ৫ জুন। নিউজিল্যন্ডের বিপক্ষে ৯ জুন ম্যাচ কার্ডিফে।
ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ দল-
তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, নাসির হোসেন, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাঞ্জামুল ইসলাম, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম, শুভাশিষ রায়।
চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ দল-
তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাঞ্জামুল ইসলাম, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম।
স্ট্যান্ডবাই: নাসির হোসেন, নুরুল হাসান সোহান, মোহাম্মদ সাইফউদ্দিন ও শুভাশিষ রায়।
Discussion about this post