নতুন বছরের আমেজে মেতেছেন ক্রিকেটাররা। ১৪২৪ কে স্বাগত জানালেন ক্রিকেটাররাও। টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম ছাড়াও সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুমিনুল হক ও সৌম্য সরকাররা আনন্দে মেতে অাছেন। বৈশাখ আনন্দ ছুঁয়েছে সবাইকে।
শুক্রবার পুরোপুরি বাঙালিয়ানা সাজে, পরিবারের সঙ্গে সময় কাটিয়েছেন অনেকেই।
মুশফিকুর রহীম তার ফেরিফাইড ফেসবুক পেজে লিখেন, ‘নতুন রঙ দিয়ে নিজেদের মন এবং দুনিয়াকে মাখানোর প্রত্যাশায় শুরু করা যাক আরেকটি বছর, গ্লানি দূর হওয়ার প্রেরণায় সবাইকে জানাই শুভ নববর্ষ!’ ১৪২৪ বঙ্গাব্দকে স্বাগত জানাতে নিজ শহর বগুড়ায় যান মুশফিক। সেখানে একটি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে র্যালিতে যোগ দেন তিনি। যেখানে দেখা গেছে কৃষিজীবীদের মতো করে সাজে আছেন তিনি। সঙ্গে হাতে একতারা হাতে পাঞ্জাবি পড়ে ও সানগ্লাস লাগিয়ে হাঁটছেন রাস্তায়।
শুভেচ্ছা জানালেন, সাকিব আল হাসানও। তিনি লিখেছেন,’নতুন বছর আপনার জন্য হোক আনন্দময়। শুভ নববর্ষ!’
মাথায় গামছা ও গলায় ঝুলানো ঢোল নিয়ে বাংলা বছরের প্রথম দিন হাজির সৌম্য সরকার। বেশ কিছু ছবি পোস্ট করে তিনি লিখেন, ‘সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। শুভ নববর্ষ ১৪২৪।’
টেস্ট ব্যাটসম্যান মুমিনুল হক ফেসবুকে লিখেছেন, ‘শুভ নববর্ষ ১৪২৪। সবাইকে বাংলা নতুন বছরের শুভেচ্ছা। নতুন বছরের প্রতিটি দিন সবার জন্য হয়ে থাকুক সুখকর ও শান্তির।’ মাহমুদউল্লাহ রিয়াদ শুভেচ্ছা জানিয়ে লিখেন, ‘নববর্ষে নবরূপ রাঙিয়ে দিক প্রতিটি মুহূর্ত। সুন্দর সমৃদ্ধ হোক আগামীর দিনগুলো! সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা।’
Discussion about this post