জাতীয় দল থেকে ছিটকে গেছেন দু’জনই। তবে হাল ছেড়ে দেননি। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত খেলে ফেরার লড়াইয়েই রয়েছেন নাসির হোসেন ও রুবেল হোসেন। বৃহস্পতিবার দু’জন ঢাকা প্রিমিয়ার লিগে সাফল্য পেয়েছেন। নাসির হোসেনের সেঞ্চুরিতে মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে গাজী গ্রুপ ক্রিকেটার্স জিতল ৭ উইকেটে।রুবেল নিলেন ৬ উইকেট। আর তার দল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ৫ উইকেটে হারাল কলাবাগান ক্রীড়া চক্রকে। দিনের আরেক ম্যাচে ভিক্টোরিয়ার বিপক্ষে শেখ জামাল ধানমন্ডি ক্লাব জিতল ২ উইকেটে।
শেষ জামালের বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে ভিক্টোরিয়া করে ৪৮.২ ওভারে ২০৯ রান। জবাব দিতে নেমে জামাল ২ উইকেট হাতে রেখে পৌঁছে যায় লক্ষ্যে।
সংক্ষিপ্ত স্কোর-
ভিক্টোরিয়া: ৪৮.২ ওভারে ২০৯ (ফারুক ৪৪, শফিউল হায়াত ১৯, উত্তম ৮৮, মাহবুব ১৯, মোহাইমিনুল ২৩, মনির ২, মাহবুবুল ৫, আশিকুজ্জামান ২*, মইনুল ২; শাহাদাত ১/৩৫, জিয়াউর ১/২৭, রাজ্জাক ৪/২৯, গাজী ৩/২৯, ফজলে রাব্বি ১/৩২)।
শেখ জামাল: ৪৯.২ ওভারে ২১০/৮ (ফজলে রাব্বি ২৬, মাহবুবুল ১৬, ইমরুল ৮, রাজিন ৩২, নুরুল ৮০, তানবির ৩১, ইলিয়াস সানি ৭*, রাজ্জাক ১*; মাহবুবুল ১/২৩, মনির ৩/৩৬, সানি ২/৪৪)।
ফল: শেখ জামাল ধানমন্ডি ক্লাব ২ উইকেটে জয়ী
ম্যাচসেরা: নুরুল হাসান
##########
দিনের আরেক ম্যাচে মোহামেডানকে উড়িয়ে দিল নাসিরের গাজী গ্রুপ ক্রিকেটার্স। দল জিতল ৭ উইকেটে।নাসির অপরাজিত ১০৬ বলে ১০৬ রানে।
সংক্ষিপ্ত স্কোর-
মোহামেডান: ৫০ ওভারে ২২০/৮ (শামসুর ৩৫, সৈকত ১০, রনি ৯, রকিবুল ১০, রহমত ৭৮, মিরাজ ৫২, মিলন ৫, তাইজুল ০,কামরুল রাব্বি ১৬*, এনাম জুনিয়র ২*; শফিউল ১/৩৮, আলাউদ্দিন ২/৪০, আবু হায়দার ১/৪৪, মেহেদি ২/২৯, রসুল ০/৪২, সোহরাওয়ার্দী ০/২৬)।
গাজী গ্রুপ: ৩৭ ওভারে ২২৩/৩ (এনামুল ৫৪, জহুরুল ১, মুমিনুল ২, নাসির ১০৬*, রসুল ৫৩*; তাইজুল ২/৬১, রহমত ১/২৪)।
ফল: গাজী গ্রুপ ক্রিকেটার্স ৭ উইকেটে জয়ী
ম্যাচসেরা: নাসির হোসেন
###########
ঢাকা প্রিমিয়ার লিগের আরেক ম্যাচে বিকেএসপিতে কলাবাগান ক্রীড়া চক্রকে ৫ উইকেটে হারাল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে প্রত্যাবর্তনটা মনে রাখার মতো হল না মোহাম্মদ আশরাফুলের। ফিক্সিংয়ের নিষেধাজ্ঞা ক্রিকেটে ফিরেছেন তিনি গত ডিসেম্বরে। বৃহস্পতিবার দেখা গেল ঢাকা লিগে। কিন্তু বিকেএসপিতে প্রাইম ব্যাংকের বিপক্ষে কলাবাগানের ক্রীড়াচক্রের হয়ে ফ্লপ অ্যাশ।
সংক্ষিপ্ত স্কোর-
কলাবাগান: ৪৬.২ ওভারে ১৮৪ (জসিম ১২, আশরাফুল ৬, মাসকাদজা ৩৮, তুষার ৪৭, মেহরাব ২১, তাসামুল ১, মুক্তার ১৭, আবুল হাসান ৩, সঞ্জিত ২৪, নাবিল ০, শাহবাজ ৩*; রুবেল ৬/২১, নাহিদুল ০/২১, নাজমুল অপু ০/৩৯, আল আমিন ১/৩৬, তাইবুর ০/১১, সৌম্য ২/৩৩, আরিফুল ০/১৪)।
প্রাইম ব্যাংক: ৪৬.৫ ওভারে ১৮৬/৫ (মারুফ ২১, সৌম্য ৯, সাব্বির ১৩, চাঁদ ৬১*, তাইবুর ২৭, আল আমিন ৩৫, জাকির ১৪*; আবুল হাসান ০/২১, মুক্তার ০/১৫, নাবিল ০/৩৫, সঞ্জিত ৩/২৫, মাসকাদজা ০/৫, শাহবাজ ১/৩৪, আশরাফুল ১/৪৪, তুষার ০/৪)।
ফল: প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ৫ উইকেটে জয়ী
ম্যাচসেরা: রুবেল হোসেন
Discussion about this post