ঢাকা প্রিমিয়ার লিগের দলবদলে এবার সবচেয়ে বড় চমকটি দিয়েছিল লিজেন্ডস অব রূপগঞ্জ। সাবেক চ্যাম্পিয়ন দলটি স্কোয়াডে টানে টাইগারদের দুই ক্যাপ্টেন মাশরাফি বিন মর্তুজা এবং মুশফিকুর রহীমকে। এই প্রথম ক্লাব ক্রিকেটে এক দলে এই জুটি। এমনটা একটা কম্বিনেশন যে কতো ভয়ঙ্কর হয়ে উঠতে পারে বুধবার তা টের পেল ব্রাদার্স ইউনিয়ন। বলে মাশরাফি আর ব্যাটে মুশফিক। এরই পথ ধরে এবারের লিগের প্রথম ম্যাচেই অনায়াস জয় লিজেন্ডসদের। প্রথম দিনই বিকেএসপিতে ফেভারিট লিজেন্ডস অব রূপগঞ্জ ৪ উইকেটে হারাল ব্রাদার্স ইউনিয়নকে।
এদিন বল হাতে সেই চেনা ম্যাশকেই দেখা গেল। একটানা ৮ ওভার বল করলেন তিনি। আর তাতেই মাত্র ২৮ রান দিয়ে নিলেন ২ উইকেট পেসার মোহাম্মদ শরীফের শিকার ৩ উইকেট। এমন তোপে ব্রাদার্স তুলল মাত্র ২০৬ রান। আর সেই রান তাড়া করতে নেমে সামনে থেকেই নেতৃত্বটা দিলেন মুশফিক। ম্যাচে জাতীয় দলের টেস্ট অধিনায়কের অনুরোধে ক্যাপ্টেন্সি করলেন মুশি। তার ব্যাট থেকে আসল অপরাজিত ৭৫ রান। দল জিতল অনায়াসে।
এর আগে সকালে টস জিতে ব্যাট করতে নামা ব্রাদার্সকে স্বস্তি দেননি শরীফ। শুরুতেই তার জোড়া আঘাত! সঙ্গে মাশরাফিও চেনা ছন্দে। এক পর্যায়ে ৯১ রানে তারা হারায় ৬ উইকেট। অবশ্য মাইশুকুর রহমান বেশ লড়েছেন। ৯০ বলে তুলেন ৬৫ রান। ধীমান ঘোষ ৩০।
অবশ্য জবাব দিতে নেমে রূপগঞ্জ ১৪১ রানে হারায় ৫ উইকেট। সেখান থেকে মুশফিকের হাত ধরে দল পেল দারুণ এক জয়।
সংক্ষিপ্ত স্কোর-
ব্রাদার্স: ৫০ ওভারে ২০৬/৯ (মিরাজুল ০, জুনায়েদ ২১, মিজানুর ১৫, সাদ্দাম ১৮, অভিষেক ৬, মাইশুকুর ৬৫, অলক ১২, কামরুল ২৯, ধীমান ৩০*, ইফতেখার ২, নিহাদুজ্জামান ২*; শরীফ ৩/২৫, সাব্বির ০/৪১, মোশাররফ ১/৪২, মাশরাফি ২/২৮, আসিফ ২/৩১, মাহমুদুল ০/২১, নাঈম ০/১৬)।
রূপগঞ্জ: ৪৬.১ ওভারে ২০৭/৬ (সায়েম ১৯, হাসানুজ্জামান ৩১, মাহমুদুল ১, মুশফিক ৭৫*, নাঈম ২৫, ইয়াসির ৫, মাশরাফি ১৭, মোশাররফ ১৯*; মিরাজুল ০/২৬, সাদ্দাম ০/২২, নিহাদুজ্জামান ২/৩৪, কামরুল ০/৪৪, ইফতেখার ১/২৭, অলক ০/২৭, অভিষেক ২/২২।
ফল: লিজেন্ডস অব রূপগঞ্জ ৪ উইকেটে জয়ী
ম্যাচসেরা: মুশফিকুর রহীম
Discussion about this post