সত্যিকার অর্থেই এবার আন্তর্জাতিক তারকা হওয়ার পথে রয়েছেন মেহেদী হাসান মিরাজ। সাকিব আল হাসানের পর এই অলরাউন্ডারও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলার সুযোগ পাচ্ছেন। সাকিবকে ধরে রেখেছে জ্যামাইকা তালাওয়াহস। সিপিএলে ত্রিনবাগো নাইট রাইডার্স দলভুক্ত করে নিয়েছে মেহেদীকে।
দলটি পাচ্ছে না তাদের অস্ট্রেলিয়ান ক্রিকেটার ব্র্যাড হজকে। এ কারণেই টাইগারদের অফ স্পিনার অলরাউন্ডারকে নিয়েছে তারা। সিপিএলে এই দলটির মালিক আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স কর্তৃপক্ষ। মানে শাহরুখ খানের দলে জায়গা করে নিলেন মেহেদী।
অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলা এই ক্রিকেটারের টেস্ট অভিষেক হয়েছে গত বছর অক্টোবরে। সেখানেই নজর কাড়েন তিনি। এরপর ওয়নডে আর টি-টুয়েন্টি অভিষেকেও ম্যাজিক দেখিয়েছেন মেহেদী। তাইতো এই ডাক মিলল। এবার বিদেশী লিগেও নিজের প্রমাণের সুযোগ পাবেন তিনি।
সাকিব ছাড়াও এর আগে সিপিএলে খেলার অভিজ্ঞতা রয়েছে তামিম ইকবালের।
Discussion about this post