তাহলে কোনটা সত্য? বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধানের কথায় নতুন গুঞ্জন ছড়াচ্ছে। তবে কি টি-টুয়েন্টি ক্রিকেটে খেলা চালিয়ে যাবেন মাশরাফি বিন মতুর্জা? কারণ নাজমুল হাসান পাপনের দাবী নেতৃত্ব ছাড়লেও নাকি ২০ ওভারের আন্তর্জাতিক ক্রিকেট ছাড়েন নি ম্যাশ।
শুক্রবার ছুটির দিনে বিসিবি প্রধান বলছিলেন, ‘দেখুন মাশরাফি কিন্তু টি-টুয়েন্টি এখনও ছাড়েনি। আমরা এখন পর্যন্ত মাশরাফিকে বলিনি যে, মাশরাফি টি-টুয়েন্টি স্কোয়াডে নেই। ও অধিনায়কত্ব ছেড়েছে। আমাদের তিনটা ফরম্যাটে তিনজন অধিনায়ক। সেটা আমি অনেক আগেই বলেছি। ও যদি ফিট থাকলে খেলবে। যদি বলে খেলতে চায় না, কিন্তু আমাদের দরকার পড়লে অবশ্যই তাকে ছাড়বো না।’
মাশরাফির টি-টুয়েন্টির অবসর ঘোষণার পর মিডিয়ার সংবাদগুলো দেখে বিস্মিত পাপন। তার মতে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটে কারো অবসর ঘোষণায় এমন সংবাদ এর আগে তিনি দেখেন নি। এটার প্রয়োজনীয়তাও খুঁজে পাননি তিনি! বলেন, ‘এ পর্যন্ত টি-টুয়েন্টি থেকে অবসর নেওয়ায় কোনো খেলোয়াড়কে নিয়ে খুব একটা খবর দেখিনি। বাংলাদেশেই দেখলাম টি-টুয়েন্টি থেকে অধিনায়ক চলে যাচ্ছে বলে আলোচনা।’
তার তার ভক্তরা অবশ্য বলছেন-এই মাশরাফির হাত ধরেই বাংলাদেশ ক্রিকেট নতুন এক পথ খুঁজে পেয়েছে। এমন কী তিনি নিজেও এখন খেলা চালিয়ে যেতে চাইছেন। ঠিক তখনই অদৃশ্য চাপে সরিয়ে দেয়া হল তাকে।
বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন নতুন বিতর্কও ছড়ালেন। বললেন, ‘মাশরাফিকে যখন অধিনায়ক করা হয় টি-টুয়েন্টি ও ওয়ানডেতে, ও স্কোয়াডেই ছিল না। ও তখন ইনজুরিতে।’ কিন্তু বিশ্লেষকরা জানাচ্ছেন, নেতৃত্ব পাওয়ার আগের সিরিজেই ওয়েস্ট ইন্ডিজে তিনি ছিলেন দলের দ্বিতীয় সেরা উইকেট শিকারি ছিলেন তিনি। সবচেয়ে বড় কথা যোগ্যতা দিয়েই এই অবস্থান করে নিয়েছেন তিনি।
২০ ওভারের ক্রিকেট ছাড়লেও ওয়ানডে ক্রিকেটে ঠিকই খেলা চালিয়ে যাবেন মাশরাফি।
Discussion about this post