নতুন চমক নিয়ে এবার আসছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। জানা গেছে এবার আটটি উদ্বোধনী অনুষ্ঠান হবে। মানে প্রতিটি ভেন্যুতেই এই উৎসব আয়োজন। নানা চমকের পসরা সাজিয়ে বুধবার যাত্রা হবে দশম আইপিএলের পথ চলা। তার আগে চলছে উদ্বোধনী অনুষ্ঠানের শেষ মূহুর্তের প্রস্তুতি।
হায়দ্রাবাদে মুল আয়োজন। এর আগে আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চ মাতাতে দেখা গেছে- বলিউড তারকা হৃত্বিক রোশন, প্রিয়াঙ্কা চোপড়া, শাহরুখ খানকে। কিন্তু এবার নাচে-গানে ঝড় তুলবেন নতুন তারকারা। দেখা মিলবে হালের ক্রেজ টাইগার শ্রফ, পরিণীতি চোপড়া, শ্রদ্ধা কাপুরদের!
টুর্নামেন্টের চেয়ারম্যান রাজীব শুক্লা জানিয়ে দিয়েছেন এবারের আইপিএলে আটটা শহরে আলাদা করে উদ্ধোধনী অনুষ্ঠান হবে। বলিউড তারকারা দিল্লি, কলকাতা, হায়দরাবাদ, গুজরাট, মুম্বাই, পুনে, বেঙ্গালুরু ও ইন্দোর সব জায়গা মাতাবেন। টাইগার শ্রফদের পাশাপাশি আরো থাকবেন- এমি জ্যাকসন, রীতেশ দেশমুখের মতো চেনা তারকারা।
দিল্লিতে দেখা যাবে পরিণীতিকে। কলকাতায় ১৩ এপ্রিল থাকবেন শ্রদ্ধা কাপুর, গায়িকা মোনালি ঠাকুর। সব মিলিয়ে মাঠের বাইরেও এবারের আইপিএলে থাকছে নানা চমক। মঙ্গলবার বর্তমান চ্যাম্পিয়ন সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে গতবারের রানার্সআপ রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচ দিয়ে শুরু মাঠের লড়াই।
Discussion about this post