অার্জেন্টিনা ভক্তরা রীতিমতো শঙ্কিত! বলিভিয়ার কাছে বুধবার লিওনেল মেসিবিহীন দলটি ০-২ গোলে হেরে গেছে যাওয়ার পরই একটা প্রশ্ন ভেসে বেড়াচ্ছে! তাহলে কি রাশিয়া বিশ্বকাপে দেখা যাবে না আর্জেন্টিনাকে? যখন চির প্রতিদ্ধন্দী ব্রাজিল ৩-০ গোলে অনায়াসে প্যারাগুয়কে হারিয়ে পেয়েছে মূল পর্বের টিকিট, সেখানে কীনা ধুঁকছে ডিয়েগো ম্যারাডোনার দেশ ।
কনমেবল অঞ্চলে ১০টি দেশের মধ্যে বিশ্বকাপ বাছাই চলছে। ১৪ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে মূল পর্বে উঠে গেছে ব্রাজিল। লড়াই এখন বাকী ৪ জায়গার জন্য। এরমধ্যে কলম্বিয়া ২৪ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয়স্থানে। এমন কী ১৮ পয়েন্ট নিয়ে আটে থাকা প্যারাগুয়েকেও উড়িয়ে দেয়া যাচ্ছে না। লড়াইয়ে আছে তারাও।
আর্জেন্টিনা ২২ পয়েন্ট নিয়ে আছে পঞ্চম স্থানে। পয়েন্ট নিতান্ত কম নয়। তবে মেসিকে ছাড়াই বাছাই বৈতরনী পার হতে হচ্ছে তাদের। দলের সেরা তারকা নিষেধাজ্ঞা বয়ে বেড়াচ্ছেন। এ অবস্থায় নিজেদের মাঠের প্রতিপক্ষ তারা পাবে ভেনেজুয়েলা ও পেরুর মতো কিছুটা সহজ প্রতিপক্ষ।তবে শক্ত চ্যালেঞ্জ জানাবে উরুগুয়ে ও ইকুয়েডর। এ অবস্থায় কম করে হলেও ৩টি ম্যাচে জয় চাই তাদের।
মেসি হলেন দলের প্রানভ্রোমরা। তিনি খেলেছেন এমন ৬ ম্যাচের পাঁচটি জিতেছে আর্জেন্টিনা। কিন্তু উরুগুয়ে, ভেনেজুয়েলা ও পেরুর বিপক্ষে তাকে ছাড়াই লড়তে হবে! এ কারণেই শঙ্কা-তাহলে কী রাশিয়ায় মেসিদের দেখা মিলবে না?
Discussion about this post