ডাম্বুলা যেন এখন উৎসবের শহর। সেজে প্রস্তুত রনগিরি ইন্টারন্যাশনাল স্টেডিয়াম। এই মাঠেই শনিবার ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ। বাংলাদেশ সময় বেলা তিনটায় ওয়ানডে লড়াইয়ে নামবে দুই দল। অপ্রিয় হলেও সত্য ২০১০ সালে এশিয়া কাপে এ্টই ডাম্বুলাতেই তিনটি ম্যাচ ম্যাচ হেরেছিল টাইগাররা। ৭ বছর আবারো সেই অপয়া মাঠে লড়াই। তবে এবার কলম্বো টেস্টে দারুণ এক জয় আত্মবিশ্বাসটা আকাশে নিয়ে গেছে মুশফিক-সাকিবদের।
ব্যাটসমানরাও আছেন দুর্দান্ত ফর্মে। তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদরা রানের ধারাতেই রয়েছেন। মাশরাফির সঙ্গে পেস আক্রমণের দেখা মিলবে মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদকে। স্পিন আক্রমণে সাকিবের সঙ্গী হতে পারেন ওয়ানডে অভিষেকের অপেক্ষায় থাকা মেহেদি হাসান মিরাজ।
পরিসংখ্যানে অবশ্য আশাপ্রদ তথ্য নেই। শ্রীলঙ্কার বিপক্ষে এ পর্যন্ত ওয়ানডেতে বাংলাদেশ মুখোমুখি হয়েছে ৩৮ বার। ৪ জয়ের বিপরীতে লাল-সবুজরা হেরেছে ৩৩টিতে। একটি ম্যাচ ভেসেছে বৃষ্টিতে। তবে ৫০ ওভারের ক্রিকেটে এখন শক্তিশালী দল টাইগাররা। বিশ্বসেরাদের নিয়মিত চ্যালেঞ্জ জানাচ্ছে। সঙ্গে সুখবর কাটার মাস্টার মুস্তাফিজ ইনজুরি কাটিয়ে ফের লড়াইয়ে ফিরেছেন।
ডাম্বুলার উইকেট সব সময় পেস সহায়ক। সেই হিসেবে তিন পেসার নিয়েও খেলতে পারে বাংলাদেশ। ২৮ মার্চ ও ১ এপ্রিল যথাক্রমে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে ম্যাচ।
বাংলাদেশ ওয়ানডে স্কোয়াড-
তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহীম, সাকিব আল হাসান, সাব্বির রহমান রুম্মন, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মাশরাফি বিন মুর্তজা, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, শুভাশীস রায়, সানজামুল ইসলাম, শুভাগত হোম চৌধুরী, নুরুল হাসান সোহান ও মেহেদি হাসান মিরাজ।
Discussion about this post