শ্রীলঙ্কার ৩৩৮ রানের জবাবটা বেশ ভাল করেই দিচ্ছিল বাংলাদেশ। কিন্তু কলম্বোর শেষ বিকেলের আলো সেই ‘ভাল’ ম্লান হয়ে গেল! শেষ পর্যন্ত টেস্টের ২য় দিন শেষে বৃহস্পতিবার ১ম ইনিংসে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশ করেছে ২১৪ রান। শুক্রবার সকালে ব্যাট করতে নামবেন সাকিব আল হাসান (১৮) ও মুশফিকুর রহীম (২)।
দলে ফিরে বেশ মানিয়ে নিয়েছিলেন ইমরুল কায়েস। কিন্তু ২৫ রানে লাকমলের বলে আউট এই টাইগার ক্রিকেটার। নাইট ওয়াচম্যান হিসেবে নেমে তাইজুল ইসলাম ফিরেন প্রথম বলেই। এরপর সাব্বির রহমান ৪২ রানে ফিরে গেলে চাপে পড়ে বাংলাদেশ।
তার আগে ফিফটি তুলে নেন সৌম্য সরকার। গলে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে দুই ইনিংসেই হাফসেঞ্চুরি এসেছিল তার ব্যাটে। বাংলাদেশের দ্বিতীয় ওপেনার হিসেবে করলেন টানা তিন ইনিংসে অর্ধশতক। ২০১০ সালে তামিম করেন টানা পাঁচ ইনিংসে হাফসেঞ্চুরি।
সৌম্য এবার ফিরে যান ৬১ রানে। তার আগেই তামিম ইকবাল আউট ৪৯ রানে।
এর আগে শ্রীলঙ্কা ১ম ইনিংসে অলআউট ৩৩৮। শুরুর ধাক্কা সামলে ১৩৮ রানের অসাধারণ ইনিংস খেলেন দীনেশ চান্দিমাল।
Discussion about this post