২০১৬-১৭ মৌসুমের প্রিমিয়ার ক্রিকেট লিগের দলবদল শুক্র ও শনিবার। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের সিসিডিএম কার্যালয়ে অনুষ্ঠিত হবে দলবদল। এ দুই দিন বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৭ পর্যন্ত উন্মুক্ত পদ্ধতিতে দলগুলো নিতে পারবেন তাদের পছন্দের ক্রিকেটার।
প্রিমিয়ার ক্রিকেট লিগের জন্য ১৯ জনের ‘পুল’ ঘোষণা করেছে বিসিবি। প্রতিটি দল ‘পুল’ থেকে নিতে পারবে সর্বোচ্চ ৩জন ক্রিকেটার। গত এক বছরে জাতীয় দলের হয়ে ওয়ানডে খেলা ক্রিকেটাররাই আছেন এই পুলে। বিদেশি খেলোয়াড় খেলানো যাবে একজন করে। তবে বিদেশি খেলোয়াড়ের নিবন্ধনে কোনো বাধ্যবাধকতা থাকছে না। বিকেএসপি ও ফতুল্লায় হবে এবারের প্রিমিয়ার লিগের ম্যাচগুলো।
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ শেষ হওয়ায় পর জাতীয় দলের ক্রিকেটাররা যোগ দিতে পারবেন লিগের শুরু থেকেই। তবে মে মাসে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ ও জুনে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি থাকায় সুপার লিগ পর্ব থেকে জাতীয় দলের ক্রিকেটারদের ক্লাবগুলো পাবে না। তবে জাতীয় দলের ক্রিকেটাররা না থাকলেও ক্লাবগুলোর খেলতে আপত্তি নেই বলে জানা গেছে। সেক্ষেত্রে প্রতি দলে দুইজন করে বিদেশি ক্রিকেটার খেলানোর সুযোগ পেতে পারে ক্লাবগুলো। গতবার একজন করে বিদেশি ক্রিকেটার খেলেছে প্রতিটি ক্লাবে।
এবার প্রিমিয়ার লিগের দলগুলোকে ৮ লাখ ২৫ হাজার টাকা অনুদান দেবে বিসিবি। এছাড়া জার্সির জন্য ৬৬ হাজার টাকা করে দেওয়ার কথা দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটির।
পুলের ১৯ ক্রিকেটার
তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, নাসির হোসেন, মাশরাফি বিন মুর্তজা, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, নুরুল হাসান, মোসাদ্দেক হোসেন, মোশাররফ হোসেন, শফিউল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তানভীর হায়দার ও শুভাশিষ রায়।
Discussion about this post