কলম্বো-ঢাকায় অনেক নাটকের পর রাতে ঘোষিত হল শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য বাংলাদেশ দল। যেখানে জায়গা পেয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। অথচ এদিন সকালেই তাকে টেস্ট দল থেকে ছেটে ফেলা হয়। টিম ম্যানেজার খালেদ মাহমুদ সুজন ইঙ্গিত দিয়েছিলেন দেশেও ফেরত পাঠানো হতে পারে এই অলরাউন্ডারকে।তবে তার বদলি হিসেবে যার নাম শোনা গিয়েছিল সেই শুভাগত হোম চৌধুরীও রয়েছেন ১৬ সদস্যের দলে। রিয়াদকে রেখে দেয়ার কারণেই দলটা ১৪ কিংবা ১৫ জনের বেশি হল।
সোমবার সন্ধ্যায় বিসিবির ঘোষিত সেই দলের নতুন মুখ বাঁহাতি স্পিনার সানজামুল ইসলাম। আছেন যথারীতি অধিনায়ক মাশরাফি বিন মতুর্জা। ইনজুরি কাটিয়ে উঠেছেন তিনি।
এদিকে দল থেকে বাদ পড়লেন দুই স্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ ও তানবীর হায়দার। টেস্ট দলে থাকাদের মধ্যে দলে নেই তাইজুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি ও মুমিনুল হক।
আগামী ২৫ মার্চ ডাম্বুলায় শুরু হবে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ।
বাংলাদেশ ওয়ানডে স্কোয়াড: তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, মাশরাফি বিন মুর্তজা, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, শুভাশীষ রায় চৌধুরী, সানজামুল ইসলাম, শুভাগত হোম চৌধুরী ও নুরুল হাসান সোহান।
ওয়ানডে সিরিজ সূচি:-
২৫ মার্চ – প্রথম ওয়ানডে, রাংগিরি ডাম্বুলা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম (ডে-নাইট)।
২৮ মার্চ – দ্বিতীয় ওয়ানডে, রাংগিরি ডাম্বুলা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম (ডে-নাইট)।
১ এপ্রিল – তৃতীয় ওয়ানডে ম্যাচ, কলম্বো সিংহলিজ স্পোর্টস ক্লাব।
Discussion about this post