সময়টা এখন যেন মোহাম্মদ নবির। কিছুদিন আগেই দল পেয়েছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে। তার রেশ না কাটতেই আয়ারল্যান্ডের বিপক্ষে রোববার ঝড় তুললেন আফগানিস্তানের এই অলরাউন্ডার। ৩১ বলে করেন ৮৯ রান! আর তাতেই ২৮ রানে জিতে আফগানরা।
ম্যাচে আফগানিস্তান আগে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে তোলে ২৩৩ রান। জবাবে আইরিশরা ৪ বল বাকি থাকতে অলআউট হওয়ার আগে করে ২০৫ রান। ৩ ম্যাচ টি-টুয়েন্টি সিরিজে ৩-০তে সিরিজ জিতল আফগানিস্তান।
ভারতের গ্রেটার নয়ডা স্পোর্টস কমপ্লেক্স এদিন বিরাট কোহলিকে ছাড়িয়ে গেলেন মোহাম্মদ শাহজাদ। আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে রান সংগ্রহে পেছনে ফেলেন ভারত অধিনায়ককে। বিশ্বে এ মুহূর্তে চতুর্থ সর্বাধিক রান সংগ্রাহক ব্যাটসম্যান তিনি। কোহলি আছেন ৫ নম্বরে।
৫৮টি ম্যাচ খেলে শাহজাদ করেন ১৭৭৯ রান। কোহলি ১৭০৯ রান।
টি-টুয়েন্টির সর্বোচ্চ রানের মালিক—
ব্যাটসম্যান | ম্যাচ | রান |
ব্রেন্ডন ম্যাককালাম | ৭১ | ২০৪১ |
তিলকরত্নে দিলশান | ৮০ | ১৮৮৯ |
মার্টিন গাপটিল | ৬১ | ১৮০৬ |
মোহাম্মদ শাহজাদ | ৫৮ | ১৭৭৯ |
বিরাট কোহলি | ৪৮ | ১৭০৯ |
Discussion about this post