গল টেস্টের প্রথম দিন থেকেই পিছিয়ে ছিল বাংলাদেশ। শেষ দিনটাতেও এগিয়ে থেকে শুরু করেছিল শ্রীলঙ্কা। তবে টাইগাররা পুরো একটা দিন আটকে রেখে ড্রয়ের কঠিন স্বপ্ন দেখছিল। হাতে ছিল ১০ উইকেট। কিন্তু সেই প্রত্যাশায় গুড়েবালি! হল না। শনিবার দিনের শুরুতেই শুধু ব্যাটসম্যানদের আত্মহত্যা মুশফিক ও লিটন দাস কিছুটা লড়লেও শেষ রক্ষা হয়নি। চা বিরতির আগেই শেষ সফরকারীরা। বিনা উইকেটে ৬৭ রান নিয়ে শুরু করা দিনে বাংলাদেশ অলআউট ১৯৭ রানে। আর হাতে ২য় টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কা জিতল ২৫৯ রানে।
বাংলাদেশের ইনিংস শেষের আগে একটু লড়লেন মেহেদী হাসান মিরাজ। ২৮ রানে ফিরেন তিনি। তাকে অাউট করেই উল্লাস লঙ্কানদের। রঙ্গনা হেরাথ নিলেন ইনিংসে ষষ্ঠ উইকেট। মুশফিক করলেন ৩৪ রান।
বিস্ময়কর হলেও সত্য শনিবার গল ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে টাইগারদের প্রথম ৫ উইকেট পড়েছিল ৩৭ রান তুলতেই। শেষ পাঁচটি হারাল ৩৯ রানে। ৫৯ রানে ৬ উইকেট নিয়ে নেন হেরাথ। প্রথম শ্রীলঙ্কান অধিনায়ক হিসেবে জিতলেন অধিনায়কত্বের প্রথম তিন টেস্টে।
এই ধাক্কা সামলে উঠতে পরের টেস্টে চোখ থাকবে বাংলাদেশের। যা কীনা টাইগারদের ইতিহাসে শততম টেস্ট। কে জানে সেখানে কি অপেক্ষা করছে? বুধবার কলম্বোর পি সারা ওভালে শুরু হবে সেই টেস্ট।
সংক্ষিপ্ত স্কোর-
শ্রীলঙ্কা- ১ম ইনিংস ৪৯৪/১০ ও ২য় ইনিংস ২৭৪/৬ ডিক্লেয়ার
বাংলাদেশ ১ম ইনিংস- ৩১২/১০ ও ২য় ইনিংস- ৬০.২ ওভারে ১৯৭/১০ (তামিম ১৯, সৌম্য ৫৩, মুমিনুল ৫, মুশফিক ৩৪, মাহমুদউল্লাহ ০, লিটন ৩৫, মিরাজ ২৮, তাসকিন ৫, মুস্তাফিজুর ০, শুভাশীষ ০; লাকমল ০/১২, পেরেরা ২/৬৬, হেরাথ ৬/৫৯, গুনারত্নে ১/১৬, সান্দাকান ১/২৯, কুমারা ০/১০)
ফল: শ্রীলঙ্কা ২৫৯ রানে জয়ী
ম্যাচসেরা: কুশল মেন্ডিস
সিরিজ: দুই ম্যাচের সিরিজে শ্রীলঙ্কা ১-০ তে এগিয়ে।
Discussion about this post