রোববার ব্যাঙ্গালোর টেস্টের দ্বিতীয় দিনে প্রথম ঘন্টার ঘটনা! রীতিমতো বিস্ময়কর এক দৃশ্য! মজার এক কাণ্ড করে বসেন ইশান্ত শর্মা। বিকৃত মুখাভঙ্গি করে আলোচনার কেন্দ্রে চলে আসেন ভারতীয় এই পেসার।
উইকেটে তখন অস্ট্রেলিয়ার দুই ব্যাটসম্যান স্টিভেন স্মিথ ও ম্যাচ রেনশ। বোলিংয়ে ইশান্ত। তার বলে স্মিথ পরাস্ত হতেই পিচের মধ্যে দাঁড়িয়েই পড়েন ভারতীয় এই দীর্ঘদেহী পেসার। স্মিথকে ভ্যাঙাতে শুরু করেন তিনি! ব্যাপারটায় বিস্মিত হয়ে পড়েন স্মিথ। পরে হেসেও ফেলেন। সতীর্থের এমন কাণ্ডে বিরাট কোহালিও যেন মজা পেলেন!
ইশান্তের এমন কাণ্ড নতুন নয়। বাংলাদেশের বিপক্ষে টেস্টেও একই রকম ভঙ্গি দেখা গেছে তার। কিন্তু এবারের ঘটনা দারুণ হাস্য-রসের জন্ম দিল!
ব্যাঙ্গালোর টেস্টে চাপে আছে ভারত। ১ম ইনিংসে ১৮৯ রানে অলআউট হয় তারা। অস্ট্রেলিয়া জবাব দিতে নেমে রোববার দ্বিতীয় দিন শেষে ১ম ইনিংসে ৬ উইকেট হারিয়ে করেছে ২৩৭ রান। ৪৮ রান লিড অজিদের।
Discussion about this post