শ্রীলঙ্কার সঙ্গে অনেক সুখস্মৃতি জড়িয়ে আছে মুশফিকুর রহীমের। এখানেই পেয়েছেন ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি। আবারো সেই দেশটিতে গিয়ে তাইতো রোমাঞ্চিত বাংলাদেশের টেস্ট অধিনায়ক।গল আন্তর্জাতিক স্টেডিয়ামে পা দিয়ে কিছুটা অতীতেও ফিরে গেলেন যেন তিনি। বলা দরকার চার বছর আগে এখানেই যে টেস্ট ক্রিকেটে প্রথম ডাবল সেঞ্চুরিটির দেখা পেয়েছিলেন তিনি। যা কীনা ইতিহাসে টেস্টের অভিজাত অঙ্গনে বাংলাদেশেরও প্রথম ডাবল সেঞ্চুরি।
শনিবার টুইটারে একটা ছবিও পোষ্ট করলেন মুশি। গল স্টেডিয়ামে দাঁড়ানো, মুখে তৃপ্তির হাসি। পেছনে বিখ্যাত গল দুর্গ। ছবির ক্যাপশনে তিনি লিখেন ‘হিস্টোরিক গল স্টেডিয়াম।’
এখানেই ২০০ রানের সেই স্মরণীয় ইনিংস খেলেন তিনি। আর মোহাম্মদ আশরাফুলের ব্যাটে ১৯০ রান। নাসির হোসেনও করেন শতরান। বাংলাদেশ করে ৬৩৮ রান।যা কীনা টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ দলীয় রান। গল আন্তর্জাতিক স্টেডিয়ামেরও সর্বোচ্চ দলীয় স্কোর। ভাল লাগার মতো রেকর্ড!
এখানেই আশরাফুলের সঙ্গে পঞ্চম উইকেট জুটিতে মিলে মুশফিক করেন ২৬৭ রান। এবার অবশ্য সেই সতীর্থ নেই। কিন্তু সাকিব আল হাসানসহ অনেকেই আছেন। যাদের সঙ্গে তার জুটি বেশ জমে। লঙ্কা দ্বীপে ফের ঝড় তুলতে তৈরি যেন মুশি।
৭ মার্চ গলে শুরু হবে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট। সিরিজের২য় ও শেষ টেস্ট কলম্বোর পি সারা ওভালে ১৫ মার্চ শুরু। এটিই বাংলাদেশের শততম টেস্ট ম্যাচ। এই ম্যাচটি স্মরণীয় করে রাখতে চাইছে টাইগাররা।
২৫ মার্চ ডাম্বুলায় শুরু ওয়ানডে সিরিজ। ২৮ মার্চ সিরিজের দ্বিতীয় ওয়ানডে একই মাঠে। তৃতীয় ওয়ানডে ১ এপ্রিল কলম্বোতে। এরপর ৪ ও ৬ এপ্রিল কলম্বোর রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামে লঙ্কানদের সঙ্গে দুটি টি-টুয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ।
Discussion about this post