বাংলাদেশের জন্য এটা নিশ্চিত এক সুখবর। ব্যাটসম্যান-বোলারদের মুখোমুখি হতে হচ্ছে না অ্যাঞ্জেলো ম্যাথুজের। শ্রীলঙ্কার অধিনায়ক টাইগারদের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজ থেকে ছিটকে পড়লেন। হ্যামস্ট্রিং ইনজুরির টেস্ট সিরিজ খেলতে দিচ্ছে না এই অলরাউন্ডারকে। মঙ্গলবার বাংলাদেশ সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করবে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। তখনই ম্যাথুজের বিকল্প খুঁজে নেবে তারা।
অবশ্য সাম্প্রতিক সময়ে ইনজুরির সঙ্গে লড়াই করেই টিকে থাকতে হচ্ছে তাকে। গত ছয় মাসে দ্বিতীয়বারের মতো টেস্ট সিরিজ খেলা হচ্ছে না ম্যাথুজের। গত বছরের অক্টোবর-নভেম্বরে জিম্বাবুয়ে সফরেও ইনজুরির কারণে ছিলেন না তিনি।
টেস্ট সিরিজে না থাকলেও বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজের তাকে দেখা যেতে পারে।তিন ধরনের ফরম্যাটে শ্রীলঙ্কার অধিনায়ক ম্যাথুজ। মাঠে বেশ চাপ সামলাতে হচ্ছে তাকে। এ কারণে চোটেও পড়তে হচ্ছে।
ম্যাথুজের অনুপস্থিতিতে রঙ্গনা হেরাথই অধিনায়কত্বের দায়িত্বে থাকেন। বাংলাদেশ সিরিজ তিনিই দিতে পারেন। তবে আলোচনায় আছেন সহ-অধিনায়ক দিনেশ চান্দিমালও। তবে উপুল থারাঙ্গা অধিনায়ক হলেও অবাক হওয়ার কিছু থাকবে না।
৭ মার্চ গলে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার সঙ্গে লড়বে বাংলাদেশ। ১৫ মার্চ কলম্বোর পি সারা স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু। তারপরই দুটি তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এবং দুই ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ।
Discussion about this post