দেশের বাইরের লিগে এমন দৃশ্য এর আগে কখনোই দেখা যায়নি। দেশের ক্রিকেট যে এগিয়ে যাচ্ছে তার নজির দেখা গেল দুবাইয়ে। একই ম্যাচ দুই দলে প্রথমবারের মতো দেখা গেল তিন বাংলাদেশি ক্রিকেটারকে। ইতিহাস গড়লেন তামিম ইকবাল-সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ। এর আগে আইপিএলে এক ম্যাচে সাকিব-মুস্তাফিজকে দেখা গেছে।
পাকিস্তান সুপার লিগের এমন একটা ম্যাচে শুক্রবার ব্যাট হাতে ঝড় তুলেন তামিম ইকবাল। ৪ ছক্কা ও ৪ চারে ৪৬ বলে অপরাজিত থাকেন ৬২ রানে।
পেশোয়ার জালমির হয়ে খেলেন তামিম ইকবাল ও সাকিব আল হাসান। কোয়েটা গ্লাডিয়েটর্সে ছিলেন খেলেন মাহমুদুল্লাহ রিয়াদ। এদিকে দেশের বাইরের কোনো লিগে প্রথম ঘটনা হিসেবে দুই টাইগার ক্রিকেটার তামিম ও সাকিব একই দলের হয়ে মাঠে নামলেনও এই ম্যাচে।
সাকিবকে ব্যাট অবশ্য শারজা ক্রিকেট স্টেডিয়ামে কথা বলার সুযোগ পায়নি। ব্যাট হাতে নামতেই পারেন নি তিনি। ম্যাচে টস হেরে ব্যাটে গিয়ে তামিমের পেশোয়ার ৩ উইকেটে ১৬ ওভারে করে ১১৭ রান। বৃষ্টির কারণে চার ওভার কেটে নেয়া হয়। বৃষ্টি আইনে ৯ ওভারে ৭৯ রানের লক্ষ্য দেয়া হয় তাদের। পরে আবার শেষে ৬ ওভারে ৫৫ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামার প্রস্তুতি নেয় কোয়েটা। তখন ফের বৃষ্টি নামলে ম্যাচ পরিত্যক্ত হয়ে যায়।
ম্যাচে মাহমুদউল্লাহ ২ ওভারে ১২ রান দিয়ে নেন এক উইকেট।
নিজেদের পরের ম্যাচ খেলতে শনিবারই মাঠে নামবেন এই তিন টাইগার। সাকিব-তামিমের পেশোয়ার জালমি লড়বে মিসবাহর ইসলামাবাদের বিপক্ষে। রিয়াদের কোয়েটা গ্লাডিয়েটর্স প্রতিপক্ষ লাহোর কালান্ডার্স।
Discussion about this post