সমালোচনা তুড়ি মেরে উড়িয়ে দিয়ে দাপটে এগিয়ে যাচ্ছেন মুশফিকুর রহীম। চাপের মুখো দাঁড়িয়ে কথা বলছে তার ব্যাট। আর তাতেই বাংলাদেশের টেস্ট অধিনায়ক উঠছেন অনন্য এক উচ্চতায়।এইতো রোববার ভারতের বিপক্ষে তার ব্যাটে দেখা গেল দুর্দান্ত এক সেঞ্চুরি। ভারতের বিপক্ষে খেললেন ১২৭ রানের সংগ্রামী এক ইনিংস।
এটি মুশফিকের পঞ্চম টেস্ট শতারন। এরইমধ্য দিয়ে ছাড়িয়ে যান মুমিনুল হক ও সাকিব আল হাসানকে। মুশফিকের ওপরে এখন মোহাম্মদ আশরাফুল (৬) ও তামিম ইকবাল (৮)।
মজার ব্যাপার হল- মুশি পাঁচটি সেঞ্চুরি করেছেন পাঁচটি ভিন্ন দেশে! প্রথম টেস্ট সেঞ্চুরি ছিল ভারতের বিপক্ষেই ২০১০ সালে, চট্টগ্রামে। এরপর বাংলাদেশকে প্রথম ডাবল সেঞ্চুরি এনে দেন শ্রীলঙ্কায়। ২০১৪ সালে ওয়েস্ট ইন্ডিজে আসে তার ব্যাটে শতরান। ওয়েলিংটনে নিউজিল্যান্ডে তার ব্যাটে কিছুদিন আগেই এসেছে দুর্দান্ত ১৫৯। এবার ভারতে পেলেন তিন অংকের ম্যাজিকেল ফিগারের দেখা।
বাংলাদেশের হয়ে তিনটির বেশি দেশে সেঞ্চুরি করা ব্যাটসম্যানও নেই। তামিমের ৮ সেঞ্চুরির ৫টি বাংলাদেশে। ইংল্যান্ডে দুটি, একটি ওয়েস্ট ইন্ডিজে। আশরাফুলের ৬ সেঞ্চুরির তিনটি দেশে, তিনটি শ্রীলঙ্কায়। সাকিবের চার সেঞ্চুরির দুটি বাংলাদেশে, দুটি নিউজিল্যান্ডে। মুমিনুল হক চারটি শতরানই করেছেন দেশে।
এদিকে রোববার ভারতের বিপক্ষে সেঞ্চুরি করা ইনিংসের পথে টপকে যান হাবিবুল বাশারকে (৩০২৬)। টেস্ট এখন দেশের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। ওপরে রয়েছেন তামিম ইকবাল ও সাকিব আল হাসান।
Discussion about this post