স্পিন ও ফিল্ডিং কোচের সন্ধানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই পথে অনেকটা এগিয়েও গেছে তারা। এরইমধ্যে ফিল্ডিং কোচের ব্যাপারটি নিশ্চিত হয়ে গেছে। এমন কী স্পিন কোচও ফাইনাল করে ফেলেছে বিসিবি। দু’জনকেই দীর্ঘ মেয়াদে নিয়োগ দেয়া হবে বলে জানা গেছে। তবে স্বল্প মেয়াদে শ্রীলঙ্কা সফরের জন্য টাইগারদের স্পিন কোচের দায়িত্বে থাকবেন সুনীল যোশি। এই পরীক্ষায় পাশ করলেই দীর্ঘ মেয়াদের জন্য চুক্তিবদ্ধ হবেন সেই ভারতীয়।
ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান জানিয়েছেন, ‘যোশির সঙ্গে আমাদের কথা হয়েছে। শ্রীলঙ্কা সফরে ওকে রাখতে চাই আমরা। তারপরই চুক্তি বাড়ানোর বিষয়টা নিয়ে ওর সঙ্গে বসবো।’
২০০০ সালে অভিষেক টেস্টে এই সুনিল যোশির অলরাউন্ডিং নৈপুন্যের কাছেই হেরেছিল বাংলাদেশ। বর্তমানে তিনি আসাম দলকে কোচিং করান। ২০১৬ ওয়ার্ল্ড টি-টোয়েন্টির আগে স্পিন বোলিং কোচ ছিলেন ওমানের।
দক্ষিণ আফ্রিকার তুখোড় ফিল্ডার জন্টি রোডসের সঙ্গেও আলোচনা হয়েছে বিসিবির। আকরাম জানালেন, ‘জন্টির সঙ্গে কথাবার্তা এগোচ্ছে। আশা করছি অল্প কয়েকদিনের মধ্যেই এই ব্যাপারে বিস্তারিত জানাতে পারব। তবে তার কোচ হওয়ার বিষয়টি অনেকটাই নিশ্চিত হয়ে গেছে।’
তবে দক্ষিণ আফ্রিকান সাবেক এই ক্রিকেটারকে সম্ভবত পূর্ণকালীন দায়িত্বে পাবে না বিসিবি। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের এই যুগে বিভিন্ন দলের সঙ্গে যুক্ত তিনি। তাইতো মাঝে মাঝে তার সান্নিধ্য পাবে মাশরাফি-মুশফিকরা। তারপরও বাংলাদেশ ক্রিকেটে তার অন্তর্ভুক্তি খুবই দরকার!
Discussion about this post