এমন ইনিংসই তার কাছে প্রত্যাশা করেছিল বাংলাদেশ। দল চাপের মুখে। ফলো-অনের শঙ্কা। ঠিক তখনই মুশফিকুর রহীম সেই চেনা ছন্দ খুঁজে নিলেন। মাটি কামড়ে রান তুলতে থাকলেন। এভাবেই হায়দ্রাবাদ টেস্ট তৃতীয় দিন শেষে তার ব্যাটে ৮১ রান। এই ইনিংস খেলার পথে বাংলাদেশের চতুর্থ ব্যাটসম্যান হিসেবে টেস্টে তিন হাজার রান পূর্ণ করেন। তার আগে তামিম ইকবাল, সাকিব আল হাসান ও সাবেক অধিনায়ক হাবিবুল বাশার এই কীর্তি গড়েন।
ভারতের বিপক্ষে টেস্টে ব্যাটিংয়ে নামার আগে তিন হাজার রানের মাইলফলক থেকে ৭৮ রান দুরে ছিলেন মুশফিক। কিন্তু টেস্টের তৃতীয় দিনের শেষ ওভারে ইশান্ত শর্মার পঞ্চম বলে ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগ দিয়ে চার হাকিয়ে এ অনন্য মাইলফলক পেরিয়ে যান।
বাংলাদেশ এখন ফলো-অন বাঁচানোর লড়াই করছে।এখনো চাই ১৬৬ রান।শনিবার তৃতীয় দিন শেষে ২০৬ বলে ৮১ রানে নটআউট মুশফিক। মেহেদী হাসান মিরাজ আছেন ৫১ রানে।
বাংলাদেশের হয়ে ৫২ টেস্টে ৯৫ ইনিংসে ৩৩ ওপরে গড় নিয়ে মুশফিক করেছেন ৩০০৪ রান। সেঞ্চুরি ৪টি। একটি ডাবল সেঞ্চুরি। সঙ্গে ১৬টি অর্ধশতকও আছে।
Discussion about this post