বছর চারেক আগে কে যেন হঠাৎ বলেছিলেন, এই ছেলে শচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে যাবে! তখন অনেকের মুখেই ছিল বাকী হাসি! এটা হয় নাকি? মুম্বাইয়ের বিস্ময় প্রতিভাকে কেউ টপকাতে পারবে না। কিন্তু সেদিনের সেই ভবিষ্যত দ্রষ্টা বুঝি সঠিক হতে চলছেন। অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছেন বিরাট কোহলি। ২৮ বছর বয়সী এই ব্যাটসম্যান নিজেকে নিয়ে যাচ্ছেন ইর্ষণীয় উচ্চতায়।
এইতো শুক্রবার হায়দ্রাবাদ টেস্টে বাংলাদেশের বিপক্ষে করলেন ২০৪ রান। আরেকটি ডাবল সেঞ্চুরি তার ব্যাটে। চার সিরিজে ডাবল হাঁকিয়ে কোহলি টপকে গেলেন দুই কিংবদন্তিকে। টানা তিন সিরিজে ডাবল সেঞ্চুরির রেকর্ড ছিল স্যার ডন ব্র্যাডম্যান ও রাহুল দ্রাবিড়ের।
একইভাবে ভারতকে নেতৃত্ব দেয়া ২৩ টেস্টে চারটি ডাবল সেঞ্চুরি করলেন কোহলি। দেশটির বাকী অধিনায়করা ৪৮৫ টেস্ট মিলিয়ে করেছেন ৪টি ডাবল সেঞ্চুরি! বিস্ময়কর সাফল্য। এই ক্রিকেটারটি কোথায় গিয়ে থামেন কে জানে? তবে এটা ঠিক শচীনের রেকর্ড হুমকিরই মুখে! বলিউড নায়িকা আনুশকা শর্মার এই প্রেমিক যেন ব্যাটিংয়ের সব রেকর্ডই নিজের করেন নেবেন!
এবার দেখুন-শুক্রবারের আগে তার কিছু অর্জন। যা উঠে এসেছে ভারতের পত্রিকায়-
# সাতটা টেস্ট খেলিয়ে দেশের বিরুদ্ধে সেঞ্চুরি করলেন। পাকিস্তান আর জিম্বাবোয়ের বিরুদ্ধে এখনও টেস্ট খেলেননি।
# গত এক বছরে টেস্ট ১৩ ইনিংস ১৯ রান ১৩২৬ সর্বোচ্চ ২৩৫ গড় ৮২.৮৭ সেঞ্চুরি ৫ হাফসেঞ্চুরি ২।
# ঘরের মাঠে ক্যাপ্টেন হিসেবে এক মৌসুমে সর্বোচ্চ রান। ১১৬৮। ভাঙলেন গ্রাহাম গুচের রেকর্ড (১০৫৮)।
# টেস্ট ক্যাপ্টেন হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ সেঞ্চুরি। ৯টা। শীর্ষে সুনীল গাভাস্কার (১১)।
Discussion about this post