পাকিস্তানের কাছে হারের ধাক্কা সামলে ফের জয়ের ধারায় বাংলাদেশ নারী ক্রিকেট দল।শ্রীলঙ্কায় নারী বিশ্বকাপ বাছাইপর্বে শুক্রবার স্কটল্যান্ডের বিপক্ষে বোলিং-ব্যাটিংয়ে দাপট দেখালেন টাইগ্রেসরা। এরই পথ ধরে ৭ উইকেটের সহজ জয় ধরা দিল রুমানা আহমেদের হাতে।
কলম্বো ক্রিকেট ক্লাব মাঠে শুক্রবার টস জিতে ব্যাট করতে নেমে ৪৯.১ ওভারে ১৪০ রানে অলআউট হয় স্কটল্যান্ড। ২১ রানে ৩ উইকেট নেন অলরাউন্ডার সালমা। খাদিজা তুল কুবরা ৩ উইকেট নেন ৩১ রানে। অধিনায়ক রুমানা আহমেদের বল হাতে ১০ ওভারে মাত্র ২৪ রানে নেন ২টি উইকেট।
জবাবে ৩৭.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।দলকে জিতিয়ে ফারজানা অপরাজিত থাকেন ৫৩ রানে। ১০৯ বলে ৮টি চারে এই রান করেন তিনি। রুমানা ৪৬ বলে খেলেন ৩৮ রান করেন।
‘বি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে শনিবার দক্ষিণ আফ্রিকার সঙ্গে লড়বে বাংলাদেশের মেয়েরা।
সংক্ষিপ্ত স্কোর-
স্কটল্যান্ড: ৪৯.১ ওভারে ১৪০ (অলিভিয়া ১৬, সারাহ ৪, ক্যাথরিন ১৭, ক্যারি ২৮, র্যাচেল ১৪, ফিওনা ১২, এলিজাবেথ ৭, ক্রিস্টি ৩ কেটি ১০, লর্না ১১*, অ্যাবি ১; জাহানারা ১/১১, পান্না ১/৩৮, কুবরা ৩/৩১, রুমানা ২/২৪, সালমা ৩/২১, শায়লা ০/৭)
বাংলাদেশ: ৩৭.৩ ওভারে ১৪৩/৩ (শারমিন সুলতানা ১৫, শারমিন আক্তার ২২, সানজিদা ৩, ফারজানা ৫৩*, রুমানা ৩৮*; কেটি ১/৩৩, ক্যাথরিন ১/৩৩, অ্যাবি ০/১৯, ক্রিস্টি ০/২৩, র্যাচেল ১/২৭, ক্যারি ০/৮)
ফল: বাংলাদেশ ৭ উইকেটে জয়ী
Discussion about this post