হারের বৃত্ত থেকে কিছুতেই বেরিয়ে আসা হল না। আরো একটা ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে পরাজয় মানল শ্রীলঙ্কা। টানা তিন ম্যাচ হেরে সিরিজ হারের পর চতুর্থটিতেও সেই একই ফল। মঙ্গলবার রাতে উপুল থারাঙ্গার দলকে ৪০ রানে হারিয়ে ৪-০ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা। তবে হাইস্কোরিং ম্যাচে দারুণ উত্তেজনা ছড়াল।
কেপটাউনের নিউল্যান্ডসে টস জিতে ব্যাটিংয়ে নামে দক্ষিণ আফ্রিকা। তারা নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে দাঁড় করায় বিশাল স্কোর, ৩৬৭। জবাব দিতে নেমে জয়ের সম্ভাবনা জাগিয়েও শেষ দিকে এলোমেলো করে ফেলে সফরকারীরা। শেষ পর্যন্ত ৪৮.১ ওভারে ৩২৭ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা।
রান পাহাড়ে চাপা না পড়ে বরং দুর্দান্ত খেলে গেছে লঙ্কানরা। দক্ষিণ আফ্রিকার দলীয় ১০০ রান আসে ১৫.৩ ওভারে,। আর মাত্র ৯.৪ ওভারেই দলীয় রানের সেঞ্চুরি পূর্ণ হয় শ্রীলঙ্কার। উপুল থারাঙ্গা ৯০ বলে ১১টি চার ও ৭টি ছক্কায় করেন সর্বোচ্চ ১১৯ রান। দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ চারটি উইকেট নেন ওয়ানে পারনেল।
এর আগে ব্যাটিংয়ে নামা দক্ষিণ আফ্রিকার হয়ে ঝড় তোলেন ফাফ ডু প্লেসিস। তাকে সঙ্গ দেন কুইন্টন ডি কক ও অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। ১৪১ বলে ১৬টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ১৮৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেন ডু প্লেসিস। ডি কক ৫৫ ও ডি ভিলিয়ার্স করেন ৬৪ রান।
আগামী শুক্রবার সেঞ্চুরিয়নে সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা।
সংক্ষিপ্ত স্কোর-
দক্ষিণ আফ্রিকা: ৫০ ওভারে ৩৬৭/৫ (ডি কক ৫৫, ডু প্লেসিস ১৮৫, ডি ভিলিয়ার্স ৬৪, বেহারডিন ৩৬*; কুমারা ২/৭৩, মদুশঙ্কা ১/৬৯, পাথিরানা ২/৫৫)
শ্রীলঙ্কা: ৪৮.১ ওভারে ৩২৭/১০ (ডিকভেলা ৫৮, থারাঙ্গা ১১৯, মেন্ডিস ২৯, বিরাক্কডি ৫৮, গুনারত্নে ৩৮; পার্নেল ৪/৫৮, প্রিটোরিয়াস ২/৫৫, রাবাদা ২/৫০, তাহির ২/৭৬)
ফল: দক্ষিণ আফ্রিকা ৪০ রানে জয়ী
ম্যাচসেরা: ফাফ ডু প্লেসিস।
Discussion about this post