ক্রিকেটের পরিসংখ্যান নিয়ে যারা কাজ করেন তাদেরও দ্বিধায় ফেলে দিলেন এই কিশোর! আজমীর আহমেদ নামের এই ক্রিকেটার ওয়ানডে ক্রিকেটে ব্যাট হাতে রীতিমতো ঝড় তুললেন মঙ্গলবার। করলেন অপরাজিত ২২২ রান। প্রথম বিভাগ ক্রিকেট লিগে বিকেএসপির ৪ নম্বর মাঠে এমন ঘটনার জন্ম হল। ম্যাচটি ছিল অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব ও উদয়াচলের মধ্যে। অগ্রণী ব্যাংকের ওপেনার আজমীর একাই করলেন ২২২!
৫০ ওভারের স্বীকৃত ক্রিকেটে বাংলাদেশে এর আগে কেউ ডাবল সেঞ্চুরি করেছেন কীনা তার উত্তর জানা নেই। স্টেডিয়াম পাড়ার অনেকেই বলছেন এটিই রেকর্ড! এই রান করতে তিনি খেলেছেন ১৬৮ বল। এছিল ১৬টি চার ও ছয়ের মার। মুন্সিগঞ্জের এ ক্রিকেটার যোগ্যতার পরিধিটা দেখিয়ে দিলেন!
তার এমন টর্নেডো ব্যাটিংয়ে উদয়াচলের বিপক্ষে ২ উইকেটে ৩৮৩ রান করে অগ্রণী ব্যাংক।
বলা দরকার, ওয়ানডে ক্রিকেটে আন্তর্জাতিক ক্রিকেটে ডাবল সেঞ্চুরির দেখা মিলেছে ৬বার। কিংবদন্তী ক্রিকেটার শচিন টেন্ডুলকারকের হাত ধরে শুরু। রোহিত শর্মা করেন দুবার। এএকবার করে ডাবল সেঞ্চুরির মালিক ভারতের শেবাগ, ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল ও নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল।
Discussion about this post