একেই বলে মধুর প্রতিশোধ। আফ্রিকান কাপ অব নেশন্সের ফাইনালে আগের দুবারই তাদের কাছে হেরে শিরোপা স্বপ্ন ভেঙ্গেছিল! সেই দল মিসরকে হারিয়ে এবার ট্রফি জিতে নিল ক্যামেরুন। তারাই এখন আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন। রোববার রাতে রুদ্ধশ্বাস ছড়িয়ে যাওয়া লড়াইয়ে মিসরকে ২-১ গোলে হারিয়ে শিরোপা নিজেদের করে নেয় ক্যামেরুন। নীল নদের দেশ হতাশায় পুঁড়তে পুড়তে মাঠ ছাড়ে।
১৯৮৬ সালের পর ২০০৮, দুইবার ফাইনালে হারের যন্ত্রণা নিয়ে মাঠ ছাড়লেও এবার উৎসব করল ক্যামেরুন।
মিসরই গ্যাবনের লিব্রেভিলে ফাইনালে প্রথমে এগিয়ে গিয়েছিল। ম্যাচের ২২তম মিনিটে মোহামেদ এলনেনির দারুণ গোলে এগিয়ে যায় নেশন্স কাপে রেকর্ড সর্বোচ্চ ৭ বারের চ্যাম্পিয়নরা। যদিও ৫৯তম মিনিটে নিকোলাস এনকোলুর গোলে সমতা ফেরায় ক্যামেরুন।
এক পর্যায়ে মনে হচ্ছিল খেলা গড়াবে অতিরিক্ত সময়ে। কিন্তু শেষ বাশি বাজার দুই মিনিট আগে মিসরকে হতাশায় পুঁড়িয়ে ক্যামেরুনকে উৎসবে ভাসিয়ে দেন বদলি হিসেবে মাঠে নামা ভিনসেন্ট আবুবকর। ১৫ বছর পর আফ্রিকান-সেরা হল ক্যামেরুন।
মিসরের সাত শিরোপা আফ্রিকান নেশন্স কাপের ট্রফি জিতেছে। ক্যামেরুন এনিয়ে ৫বারের চ্যাম্পিয়ন। ঘানা চারবার এবং নাইজেরিয়া তিনবার ট্রফি জিতেছে।
Discussion about this post