ক্রিকেটকে আরো রোমাঞ্চকর করতে কাজ করে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তার অংশ হিসেবেই টি-টুয়েন্টির মতো এবার ওয়ানডেতেই দেখা যাবে সুপার ওভার। এইতো আগামী চ্যাম্পিয়ন্স ট্রফি ও মহিলা বিশ্বকাপ ক্রিকেটের সেমি-ফাইনাল, ফাইনালে কোনো ম্যাচ টাই হলে ফলাফল জাতে দেখা যাবে সুপার ওভার!
দুবাইয়ে আইসিসির সভায় এই সিদ্ধান্ত নিয়েছেন ক্রিকেট কর্তারা। এখানেই শেষ নয়, আরো কিছু সংযোজন আসছে যা ক্রিকেট খেলায় আরো রোমাঞ্চ ছড়াবে বলেই বিশ্বাস তাদের। এখনই ঠিক করা হল- এপ্রিলের সভায় উঠবে দুই বছর মেয়াদী টেস্ট লিগ, ১৩ দলের তিন বছর মেয়াদী ওয়ানডে লিগ ও টি-টুয়েন্টি বিশ্বকাপের আঞ্চলিক বাছাই।
একইভাবে আম্পায়ারিংয়ের মান কি করে আরো উন্নত করা যায় সেটা নিয়েও কথা হয় আইসিসির সভায়। টি-টুয়েন্টি বিশ্বকাপে আম্পায়ারের সিদ্ধান্ত পর্যালোচনা যা ডিআরএস নামে পরিচিত তা ব্যবহারের পক্ষে মত দিয়েছেন আইসিসির কর্তারা। প্রতি দল পাবে একটি করে রিভিউ।
এবার পিচ ও মাঠ তৈরি করলে তারও শাস্তির বিধানের সিদ্ধান্ত হয়েছে। যে কোন ভেন্যু পাঁচটি ডিমেরিট পয়েন্ট পেলে এক বছরের জন্য নিষিদ্ধ হয়ে যাবে। ১০ ডিমেরিট পয়েন্ট পেলে দুই বছরের জন্য নিষিদ্ধ। তবে বিগ থ্রির সিদ্ধান্ত থেকে আগের মতোই দুরে আছে আইসিসি। বিতর্কিত সেই নিয়ম করার ইচ্ছে নেই তাদের।
Discussion about this post