ঘরোয়া ক্রিকেটে বল হাতে আলো ছড়ালেন মুস্তাফিজুর রহমান। বাংলাদেশ ক্রিকেট লিগের ম্যাচ খেলতে রোববার মাঠে নামলেন কাটার মাস্টার। তার মতো রুবেল হোসেনও বলে আগুণ ঝরালেন। আর তাতেই পূর্বাঞ্চল চাপে পড়েছে। দক্ষিণাঞ্চলের বিপক্ষে ফলোঅনে পড়ে এখন ইনিংস ব্যবধানে হারের শঙ্কায় তারা।
রোববার দ্বিতীয় দির শেষে লিগের দ্বিতীয় রাউন্ডে পূর্বাঞ্চলের সংগ্রহ ৫ উইকেটে ৭৪ রান। দক্ষিণাঞ্চলকে ফের ব্যাটিংয়ে নামাতে ২য় ইনিংসে তাদের আরো চাই ১৮৫ রান।
তবে সিলেটে চলমান এ ম্যাচে আলোচনায় মুস্তাফিজ। মাঠে নেমে প্রথম উইকেট তুলে নেন দ্য ফিজ। ১ম ইনিংসে ৩২ রানে নেন ২ উইকেট। রুবেল আরো বিধ্বসী হয়ে ৫ উইকেট নেন ২২ রানে। দুজনই জাতীয় দলে ফেরার লড়াইয়ে আছেন।
সংক্ষিপ্ত স্কোর-
দক্ষিণাঞ্চল ১ম ইনিংস: ৯৬.৫ ওভারে ৪০৩ (শাহরিয়ার ২৭, এনামুল ৮৯, তুষার ৬২, মিঠুন ৪৭, মোসাদ্দেক ৩৯, জিয়া ৭২, সোহাগ ৪৬, রাজ্জাক ৫; এবাদত ৩/৮৫, খালেদ ২/৮৬, হাসান ২/৮৪, সাকলাইন ১/৭৬, শাহানুর ১/৪৮, তাসামুল ১/১৩)
পূর্বাঞ্চল ১ম ইনিংস: ৪৩ ওভারে ১৪৪ (মারুফ ৫, জাকির ১৯, তাসামুল ১, কাপালী ৬, ইয়াসির ৪২, শাহানুর ৯, হাসান ৪৮; মুস্তাফিজ ২/৩২, রুবেল ৫/২২, রাজ্জাক ১/৪৩, সোহাগ ২/৩৯)
পূর্বাঞ্চল ২য় ইনিংস: ৩৭ ওভারে ৭৪/৫ (ইরফান ২৭, মারুফ ০, জাকির ১২, তাসামুল ৪, ইয়াসির ১৬, কাপালী ১০*, শাহানুর ০*; মুস্তাফিজ ০/১৭, রুবেল ১/২৩, সোহাগ ১/২৪, রাজ্জাক ২/৮)
Discussion about this post