প্রস্তুতি ম্যাচের প্রথম দিনটা মোটেও ভাল হল না বাংলাদেশের। প্রথমে ব্যাটসম্যানরা ব্যর্থ। তারপর তেমন কিছুই করতে পারল না বোলাররা। সব মিলিয়ে বিপর্যয়ের একটা দিন পার করল টাইগাররা। ভারত ‘এ’ দলের বিপক্ষে ৬৭ ওভারে ৮ উইকেট হারিয়ে ২২৪ রান তুলতেই ইনিংস ঘোষণা করেন অধিনায়ক মুশফিকুর রহীম।
এরপর জবাব দিতে নেমে ভারত ‘এ’ দল ১ উইকেট না হারিয়ে করেছে ৯১ রান। বাংলাদেশের চেয়ে এখনো ১৩৩ রান পিছিয়ে স্বাগতিকরা। শুভাশিষ রায় অধিনায়ক অভিনব মুকুন্দের (১৬) উইকেটটি নিয়েছেন। সোমবার ব্যাট হাতে নামবেন প্রিয়ানক প্রাঞ্জাল (৪০) এবং শ্রেয়াস আইয়ার (২৯)।
সৌম্য সরকার এবং মুশফিকুর রহীম হাফসেঞ্চুরি না পেলে অবশ্য দল আরো বিপর্যয়ে পড়তো। ১০৬ বলে ৫৮ রান করে ফিরেন মুশফিক। বাউন্সি উইকেটে সাব্বির রহমানকে নিয়ে লড়েছেন মুশফিক। তারা গড়েন ৭১ রানের জুটি। ৬৪ বলে সাব্বির ৩৩ রান করেন সাব্বির।
রোববার সিকান্দারাবাদের জিমখানা গ্রাউন্ডের দুই দিনের ম্যাচের প্রথম দিনে ব্যাট হাতে নিজেদের খুঁজে পাননি টাইগার ব্যাটসম্যানরা। এর মধ্যে ৫২ রান করে শাহবাজ নাদিমের বলে এলবিডাব্লিউ হয়ে সৌম্য ধরেন সাজঘরের পথ। তার ৭৩ বলের ইনিংসে ছিল ১ ছক্কা আর ৯টি চার।
প্রস্তুতি ম্যাচের পর ম্যাচের পর আগামী ৯ ফেব্রুয়ারি হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে একমাত্র টেস্ট ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ ১ম ইনিংস: ৬৭ ওভারে ২২৪/৮ (ইনিংস ঘোষণা) (তামিম ১৩, ইমরুল ৪, সৌম্য ৫২, মুমিনুল ৫, মাহমুদউল্লাহ ২৩, মুশফিক ৫৮, সাব্বির ৩৩, লিটন ২৩*, মিরাজ ০, তাইজুল ৪* মিলিন্দ ১/২৬, হার্দিক ০/২৯, অনিকেত ৪/২৬, বিজয় ১/৩২, নাদিম্ ১/৩৮, কুলদিপ ১/৩২)।
ভারত ‘এ’ ১ম ইনিংস: ২১ ওভারে ৯১/১ (পাঞ্চাল ৪০*, মুকুন্দ ১৬, শ্রেয়াস ২৯*; শফিউল ০/১৭, আবু জায়েদ ০/২৫, শুভাশীষ ১/১১, মিরাজ ০/২৭, তাইজুল ০/৭)।
Discussion about this post