স্বপ্ন দেখিয়েছিলেন সিদ্দিকুর রহমান। শেষ পর্যন্ত স্বপ্ন পূরণ না হলেও খুব কাছাকাছি গিয়েছিলেন এই গলফার। অনেক দিন পর সাফল্যের মুখ দেখলেন দেশসেরা এই গলফার। বসুন্ধরা বাংলাদেশ ওপেনে দ্বিতীয় হয়েছেন সিদ্দিকুর। চ্যাম্পিয়ন থাইল্যান্ডের গলফার জাজ জানেওয়াত্তানানোন্দ।
শনিবার শেষ রাউন্ডে কুর্মিটোলা গলফ ক্লাবে পারের চেয়ে পাঁচ শট কম খেলেন সিদ্দিকুর। ২০১৩ সালে দ্বিতীয় এশিয়ান ট্যুরের শিরোপা জেতা এ গলফারের এবার শুরুটা ভাল হয়নি। কিন্তু শেষে এসে ঠিকই জাত চেনালেন। সেই আগের চেনা ফর্ম যেন ফিরে পেলেন তিনি।
সিদ্দিকুর রানার্স আপ হয়ে পেলেন ৩৩ হাজার ডলার। বাংলাদেশের মুদ্রায় যা ২৬ লাখ টাকার কিছু বেশি। চ্যাম্পিয়ন জানেওয়াতানানন্দো পেলেন ৫৪ হাজার ডলার। যা প্রায় ৪২ লাখ ৯০ হাজার টাকা। তৃতীয় হয়ে যুক্তরাষ্ট্রের ডজ কেমার পেলেন ১৮ হাজার ৯০০ ডলার। যা প্রায় ১৫ লাখ টাকা।
এদিকে পারের চেয়ে পাঁচ শট কম খেলে বাংলাদেশের দুলাল হোসেন যৌথভাবে পঞ্চদশ স্থানে থেকে শেষ করেছেন। জামাল হোসেন মোল্লা ২৬তম হয়েছেন। গতবার সপ্তম হয়েছিলেন জামাল। সিদ্দিকুর ৩৫তম।
এদিকে বসুন্ধরা গলফে বাংলাদেশের সজীব আলি ও মোহাম্মদ নাজিম যৌথভাবে ৩৮তম হয়েছেন। রবিন মিয়া ও বাদল হোসেন যৌথভাবে ৪৭তম, আকবর হোসেন যৌথভাবে ৬৫তম, মোহাম্মদ জিয়া ৭২তম ও সম্রাট শিকদার ৭৩তম স্থান দখল করেছেন।
Discussion about this post