সত্যিকার অর্থেই সময় এখন বিরাট কোহলির। এইতো কিছুদিন আগে ওয়ানডে ক্রিকেটের নেতৃত্বেও তাকে বেছে নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এখন তিনি তিন ফরম্যাটেই ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক। বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে প্রথম টেস্ট ম্যাচটি খেলার আগে পুরস্কার পেলেন এই তারকা ক্রিকেটার। ক্রিকেটের বাইবেল বলে পরিচিত উইজডেন সম্মানিত করল তাকে। আগামি এপ্রিলে প্রকাশিতব্য ‘উইজডেন ক্রিকেটার্স আলমানাক ২০১৭’ এর প্রচ্ছদে স্থান পেলেন তিনি।
১৯৩০ সাল থেকে প্রকাশিত ক্রিকেটের সবচেয়ে মূল্যবান এই প্রকাশনায় সেরা তারকা ক্রিকেটাররাই উঠে এসেছেন। তারই ধারাবাহিকতায় জায়গা পেলেন কোহলি। ২০১৪ সালে শচিন টেন্ডুলকার ছিলেন উইজডেনের প্রচ্ছদে।
এই কিছুদিন সদ্য ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট, ওয়ানডে আর টি-টুয়েন্টি তিনটি সিরিজই ভারত জিতেছে তার নেতৃত্বে। ব্যাট হাতে সাফল্যও পেয়েছেন তিনি।
ভারতের হয়ে ৫৩ টেস্ট খেলে কোহলি করেছেন ৪২০৯ রান। গড় ৫০.১০। সেঞ্চুরি ১৫ টি।১৭৯ ওয়ানডে ম্যাচ খেলে এই ব্যাটসম্যান করেছেন ৭৭৫৫ রান। গড় ৫৩.১১। সেঞ্চুরি ২৭ টি। সময়ের সেরা নয়, সর্বকালের সেরা দৌড়ে আছেন তিনি।
Discussion about this post