অনেক প্রতীক্ষার এক টেস্ট ম্যাচ। বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস পেয়েছে সেই ২০০০ সালে। তারপর থেকেই অপেক্ষায় কেটেছে সময়। ভারতে টেস্ট খেলার ডাক মিলেনি। অবশেষে স্বপ্নের সেই সফরের সুযোগ মিলল। বৃহস্পতিবার সকাল ১১টা ৪০ মিনিটে ভারতের উদ্দেশ্যে দেশ ছাড়ার কথা ছিল মুশফিকদের। শেষ পর্যন্ত অবশ্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অপেক্ষা শেষে দুপুর পৌনে এক ঘণ্টার দিকে বাংলাদেশ ক্রিকেট দলকে বহনকারী বিমান ঢাকা ছাড়ে। কলকাতা হয়ে একমাত্র টেস্টের ভেন্যু শহর হায়দ্রাবাদে যাবে টাইগাররা।
টেস্ট মর্যাদা লাভের ১৬ বছরের বেশি সময় পর প্রথমবারের মতো টেস্ট খেলতে ভারতে গেল বাংলাদেশ।
ভারতে প্রথম দিন বিশ্রামেই কাটাচ্ছে গোটা দল। শুক্রবার থেকে শুরু হবে অনুশীলন। রোববার শুরু ভারতীয় ‘এ’ দলের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচ। হায়দ্রাবাদের রাজিব গান্ধী ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ৯ ফেব্রুয়ারি বিরাট কোহলিদের সঙ্গে সেই ঐতিহাসিক টেস্ট।
টেস্ট ম্যাচটি খেলতে ১৫ সদস্যের দল নিয়ে ভারত গেছে বাংলাদেশ।
ভারতের বিপক্ষে বাংলাদেশ টেস্ট দল-
তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম (অধিনায়ক), সৌম্য সরকার, লিটন কুমার দাস, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, কামরুল ইসলাম রাব্বি, তাসকিন আহমেদ, শুভাশিস রায় চৌধুরী, শফিউল ইসলাম এবং তাইজুল ইসলাম।
Discussion about this post