বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য শক্তিশালী দল ঘোষণা করেছে ভারত। দলে ফিরে ফিরেছেন-ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহা। ৫ বছরের বেশি সময় পর ব্যাটসম্যান অভিনব মুকুন্দ টেস্ট দলে ফিরেছেন। তিনি বাংলাদেশের বিপক্ষে দু’দিনের ম্যাচে ভারতীয় এ’ দলের নেতৃত্ব দেবেন।
মঙ্গলবার সন্ধ্যায় বিরাট কোহলিকে অধিনায়ক করে ১৬ সদস্যের দল ঘোষণা করেছেন ভারতীয় নির্বাচকরা। যে দলে আছেন অল-রাউন্ডার হার্দিক পান্ডিয়া। তবে নেই পেসার মোহাম্মদ শামি জায়গা পাননি। স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা আছেন তামিম-সাকিবদের বিরুদ্ধে লড়াইয়ে। বাংলাদেশের বিপক্ষে পূর্ণ শক্তির স্কোয়াডই পেল ভারত।
টেস্ট ম্যাচটি খেলতে ২ ফেব্রুয়ারি ঢাকা ছাড়বে বাংলাদেশ দল।। হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে ৯ ফেব্রুয়ারি বাংলাদেশ-ভারতের মধ্যকার সেই একমাত্র টেস্ট ম্যাচ শুরু হবে। তার আগে বিরাট কোহলিদের মুখোমুখি হওয়া আগেস্বাগতিক ‘এ’ দলের বিপক্ষে দু’দিনের (৫-৬ ফেব্রুয়ারি) একটি প্রস্তুতি ম্যাচ।
একমাত্র টেস্ট খেলার জন্য ভারত দল
বিরাট কোহলি, মুরালি বিজয়, লোকেশ রাহুল, চেতেশ্বর পুজারা, অজিঙ্কা রাহানে, করুন নায়ার, ঋদ্ধিমান সাহা, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, জয়ন্ত যাদব, উমেশ যাদব, ইশান্ত শর্মা, ভুবনেশ্বর কুমার, অমিত মিশ্র, অভিনব মুকুন্দ, হার্দিক পান্ডিয়া।
Discussion about this post