সেই পুরনো কথাটাই মনে করিয়ে দিলেন রজার ফেদেরার। সত্যিই তাই। ফর্ম ক্ষণস্থায়ী, কিন্তু ক্লাস সেটা চির জীবনের। ৫ বছর শুধু আক্ষেপ করেই কেটেছে! অবশেষে প্রতীক্ষার দীর্ঘ প্রহর শেষে সেই ক্লাসেরই দেখা মিলল। দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী স্পেনের রাফায়েল নাদালকে হারিয়ে পাঁচ সেটের লড়াইয়ে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জিতলেন রজার ফেদেরার। সুইজারল্যান্ডের এই কিংবদন্তির হাতে উঠল আরেকটি গ্র্যান্ড স্ল্যাম।
মেলবোর্ন পার্কের রড লেভার অ্যারেনায় রোববার দারুণ জমে উঠেছিল দুই কিংবদন্তির লড়াই। তিন ঘণ্টা ৩৭ মিনিট লড়লেন দু’জন। ম্যারাথন যুদ্ধ শেষে ৬-৪, ৩-৬, ৬-১, ৩-৬, ৬-৩ গেমে জিতলেন ফেদেরার। ১৭তম বাছাই হিসেবে টুর্নামেন্ট শুরু করেও চ্যাম্পিয়ন। যারা বলছিলেন তিনি ফুরিয়ে গেছেন, তাদের দারুণ জবাব দিলেন সুইজারল্যান্ডের এই মহা তারকা।
হাঁটুর চোটের কারণে ছয় মাস কেড়ে নিলেও ফুরিয়ে যান নি ফেদেরার। ৩৫ বছর বয়সেও রোববার দারুণ লড়লেন। এটি তার পঞ্চম অস্ট্রেলিয়ান ওপেন। সবমিলিয়ে এটি তার ১৮তম গ্র্যান্ড স্ল্যাম একক ট্রফি। ইতিহাস জানাচ্ছে প্রথম পুরুষ খেলোয়াড় হিসেবে চার গ্র্যান্ড স্ল্যামের তিনটিতে পাঁচবার করে চ্যাম্পিয়ন ফেদেরার।
তবে এই বয়সে এসে ফের ট্রফি হাতে উঠবে অনেকেই হয়তো ধারনা করেন নি। তবে হাল ছাড়েন নি ফেদেরার। তাইতো বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যামে আরো একবার রাজা হলেন তিনি। জানালেন এখনই অবসর ভাবনা নেই। তবে শঙ্কাটাও ঠিক উড়িয়ে দিলেন না, ‘২০ বছর ধরে আমি এখানে আসছি। আগামী বছর আবারও দেখা হবে। যদি না আসি তবে অবশ্যই ভাবব চমৎকার একটা স্মৃতি আছে এখানে।’
Discussion about this post