এবার পাকিস্তান সুপার লিগ (পিএসএল) মাতাতে যাচ্ছেন আরেক টাইগার ক্রিকেটার। তামিম ইকবাল, সাকিব আল হাসানের পর ডাক মিলল মাহমুদউল্লাহ রিয়াদের। কোয়েটা গ্ল্যাডিয়েটর্স এই মৌসুমে দলে টেনেছে বাংলাদেশ জাতীয় দলের এই তারকা ক্রিকেটারকে।
মাহমুদউল্লাহ রিয়াদকে দলে নেয়ার খবরটি টুইটার অ্যাকাউন্ট থেকে নিশ্চিত করেছে কোয়েটা।
তবে পিএসএলে তার থাকারই কথা ছিল না। বদলি হিসেবে জায়গা পেলেন রিয়াদ। অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ব্র্যাড হজ পারিবারিক কারণে শেষ মুহুর্তে টুর্নামেন্ট থেকে নিজেকে সরিয়ে নেন। তারপরই কোয়েটা থেকে এই টাইগার অলরাউন্ডারের ডাক আসে। বদলি হিসেবে আফগান ক্রিকেটার মোহাম্মদ নবীর কথা ভাবলেও শেষ মুহুর্তে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স দলে টানে রিয়াদকে।
সবকিছু ঠিক থাকলে পিএসএল শুরু হবে ৯ ফেব্রুয়ারি। শুরু থেকে এই টুর্নামেন্টে অবশ্য সাকিব-তামিম একন কী মাহমুদুল্লাহ কারোরই খেলার সুযোগ নেই। ঠিক একইদিন হায়দ্রাবাদে ভারতের বিপক্ষে টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। ঐতিহাসিহক সেই ম্যাচে টাইগার একাদশের নিশ্চিত তিন সদস্য তারা।
Discussion about this post