বেশ কয়েকবার পেছানোর পর অবশেষে শনিবার শুরু হচ্ছে বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল)। যদিও গত বছরের সেপ্টেম্বরে মাঠে গড়ানোর কথা ছিল এই টুর্নামেন্ট। কিন্তু আফগানিস্তান ও ইংল্যান্ড সিরিজের কারণে ঐ সময়টাতে লিগ আয়োজন করা যায়নি। পাশাপাশি দলগুলোও দল মাঠে নামানোর জন্য প্রস্তুত ছিল না। তবে সব শঙ্কা শেষে মাঠে গড়াচ্ছে দেশের একমাত্র মর্যাদাপূর্ণ লঙ্গার ভার্সন ক্রিকেট লিগ।
এবার বিসিএলেও খেলভে চার দল। টুর্নামেন্টের প্রথম পর্বে আজ সকালে বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে ওয়ালটন সেন্ট্রাল জোন ও ইসলামী ব্যাংক ইস্ট জোন। অন্য ম্যাচে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে লড়ছে বিসিবি নর্থ জোন ও প্রাইম ব্যাংক সাউথ জোন।
চারটি করে ম্যাচ হবে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম ও বিকেএসপির তিন নম্বর মাঠে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে একটি ম্যাচ।
এক নজরে বিসিএলের সূচি-
২৮-৩১ জানুয়ারি, প্রথম পর্ব
ওয়ালটন সেন্ট্রাল জোন বনাম ইসলামী ব্যাংক ইস্ট জোন, বগুড়া
বিসিবি নর্থ জোন বনাম প্রাইম ব্যাংক সাউথ জোন, সিলেট
৪-৭ ফেব্রুয়ারি, দ্বিতীয় পর্ব
ওয়ালটন সেন্ট্রাল জোন বনাম বিসিবি নর্থ জোন, চট্টগ্রাম
ইসলামী ব্যাংক ইস্ট জোন বনাম প্রাইম ব্যাংক সাউথ জোন, সিলেট
১১-১৪ ফেব্রুয়ারি, তৃতীয় পর্ব
ওয়ালটন সেন্ট্রাল জোন বনাম প্রাইম ব্যাংক সাউথ জোন, বিকেএসপি (৩)
ইসলামী ব্যাংক ইস্ট জোন বনাম বিসিবি নর্থ জোন, ফতুল্লা
১৮-২২ ফেব্রুয়ারি, চতুর্থ পর্ব
ওয়ালটন সেন্ট্রাল জোন বনাম ইসলামী ব্যাংক ইস্ট জোন, ফতুল্লা
প্রাইম ব্যাংক সাউথ জোন বনাম বিসিবি নর্থ জোন, বিকেএসপি (৩)
২৫-২৮ ফেব্রুয়ারি, পঞ্চম পর্ব
বিসিবি নর্থ জোন বনাম ওয়ালটন সেন্ট্রাল জোন, বিকেএসপি (৩)
প্রাইম ব্যাংক সাউথ জোন বনাম ইসলামী ব্যাংক ইস্ট জোন, ফতুল্লা
৪-৭ মার্চ, ষষ্ঠ পর্ব
প্রাইম ব্যাংক সাউথ জোন বনাম ওয়ালটন সেন্ট্রাল জোন, ফতুল্লা
বিসিবি নর্থ জোন বনাম ইসলামী ব্যাংক ইস্ট জোন, বিকেএসপি (৩)
Discussion about this post