একাদশ সাজাতেই রীতিমতো হিমশিম খেয়েছে বাংলাদেশ। একসঙ্গে তিনজন ইনজুরিতে। মুশফিকুর রহীমের সঙ্গে ইমরুল কায়েস এবং মুমিনুল হক। অভিষেক নুরুল হাসান সোহান এবং নাজমুল হাসান শান্তর। ইনজুরিতে জর্জরিত সেই দল টস হেরে ব্যাট করতে নেমে খুব একটা সুবিধা করতে পারেনি। ক্রাইস্টচার্চ টেস্টের প্রথম দিন শেষে শুক্রবার নিউজিল্যান্ডের বিপক্ষে দল তুলেছে ২৮৯ অলআউট।
আপাত দৃষ্টিতে স্কোরটা কম মনে হলেও পুরোটা দিনই লড়ে গেছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। সকালে টস ভাগ্যটাও সঙ্গে ছিল না টাইগারদের। তারপর অবশ্য উইকেটের সঙ্গে মানিয়ে নিয়েই
‘আত্নহত্যায়’ সুযোগ হাতছাড়া করেছেন ব্যাটসম্যানরা। শেষ পর্যন্ত দিনের ৫.৩ ওভার আগেই ২৮৯ রান তুলতেই অলআউট সফরকারীরা।
বাংলাদেশ ব্যর্থ হলেও সৌম্য সরকার পেয়ে গেছেন তার ‘কামব্যাক’ ইনিংস। একটুর জন্য সেঞ্চুরির দেখা মিলেনি। টেস্ট ক্যারিয়ার সেরা ৮৬ রান করেছেন তিনি। সঙ্গে সাকিব অাল হাসান ছিলেন ফর্মে। ৫৯ রান আসে তার ব্যাট থেকে। ম্যাচে তিন ফরম্যাট মিলিয়ে ৯ হাজার রানের মাইলফলক পেরিয়ে যান সাকিব।
অভিষেক ম্যাচ খেলতে নামা নুরুল হাসান সোহান ৪৭। কিন্তু অন্যরা নিজেদের মেলে ধরতে পারেন নি! টেস্ট ক্যাপ্টেন্সির অভিষেক ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ তামিম ইকবাল। মাত্র ৫ রানে ফিরে যান তিনি। মাহমুদুল্লাহ রিয়াদ করেন ১৯।
তারপরও চোটাক্রান্ত দল খারাপ খেলেনি। নিউজিল্যান্ডের হয়ে টিম সাউদি ৯৪ রানে নেন ৫ উইকেট। ট্রেন্ট বোল্টের শিকার ৪ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ১ম ইনিংস: ৮৪.৩ ওভারে ২৮৯ (তামিম ৫, সৌম্য ৮৬, মাহমুদউল্লাহ ১৯, সাকিব ৫৯, সাব্বির ৭, শান্ত ১৮, নুরুল ৪৭, মিরাজ ১০, তাসকিন ৮, কামরুল ২, রুবেল ১৬*; বোল্ট ৪/৮৭, সাউদি ৫/৯৪, গ্র্যান্ডহোম ০/৫৮, ওয়েগনার ১/৪৪)।
# ১মদিন শেষে
Discussion about this post