রেকর্ড গড়া দিন শেষে হাসি-মুখে মাঠ ছাড়া হল না! ওয়ানডে ক্রিকেটে দ্রুততম ১ হাজার রানের রেকর্ড স্পর্শ করেন বাবর আজম। ৮৪ রানের ইনিংসটি খেলার পথে এই মাইলফলক পেরিয়ে যান তিনি। অস্ট্রেলিয়া অধিনায়ক স্টিভেন স্মিথ দুর্দান্ত এক সেঞ্চুরিতে দৃশ্যপট পাল্টে দেন। পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে সিরিজের তৃতীয় ওয়ানডে জিতে নেয় অজিরা।
অার তাতেই বাংলাদেশকে টপকে ওয়ানডে র্যাঙ্কিংয়ের সাতে যাওয়া হয়নি পাকিস্তানের। রেটিং পয়েন্টে বাংলাদেশের চেয়ে ১ পয়েন্ট পিছিয়েই থাকল দলটি। অস্ট্রেলিয়া জেতায় উপকার হল টাইগারদের।
পার্থে বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ক্যারিয়ারের ২১তম ইনিংসে খেলতে নামেন বাবর। আর এখানেই হাজার রানের মাইলফলক অতিক্রম করেন তিনি।এদিন সেই ল্যান্ডমার্ক পেরিয়ে যেতে তার প্রয়োজন ছিল ৪৭ রান।
ইতিহাস বলছে তারও আগে ২১ ইনিংসে হাজার রান স্পর্শ করেছেন ভিভ রিচার্ডস, কেভিন পিটারসন, জোনাথন ট্রট এবং কুইন্টন ডি কক। ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি স্যার ভিভ রেকর্ড গড়েন ১৯৮০ সালে। পিটারসন ২০০৪ সালে। আর ট্রট ২০১১ সালসে সেই রেকর্ড স্পর্শ করেন। ২০১৪ সালে দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান ডি কক ছুঁয়ে ফেলেন তাদের।
সংক্ষিপ্ত স্কোর-
পাকিস্তান: ৫০ ওভারে ২৬৩/৭ (হাফিজ ৪, শারজিল ৫০, বাবর ৮৪, শফিক ৫, মালিক ৩৯, আকমল ৩৯, ওয়াসিম ৯, রিজওয়ান ১৪*, আমির ৪*; হেইজেলউড ৩/৩২, স্যান্টলেক ১/৫৫, কামিন্স ১/৪২, হেড ২/৬৫)
অস্ট্রেলিয়া: ৪৫ ওভারে ২৬৫/৩ (ওয়ার্নার ৩৫, খাওয়াজা ৯, স্মিথ ১০৮*, হ্যান্ডসকম ৮২, হেড ২৩*; হাফিজ ০/৩০, আমির ১/৩৬, জুনায়েদ ১/৫৮, হাসান ১/৬২)
ফল: অস্ট্রেলিয়া ৭ উইকেটে জয়ী
ম্যাচসেরা: স্টিভেন স্মিথ।
Discussion about this post