টি-টুয়েন্টির এই চার-ছক্কার যুগে এমন ব্যাটিং সত্যিই বিরল আর বিস্ময়কর! যে ব্যাটসম্যানটি ব্যাট হাতেও নেননি তিনিও কিছু বল খেলতে পারলে রান করে ফেলেন। কিন্তু দক্ষিণ আফ্রিকার একজন ক্রিকেটার ‘০’ রান করে রীতিমতো আলোচনায় উঠে এসেছেন। কারণ তিনি যে জন্ম দিলেন বিস্ময়কর এক রেকর্ডের।
মজার ব্যাপার হল- ১১৯ বল খেলেও তিনি কোন রান না করে অপরাজিত ছিলেন! ওটাগো কান্ট্রির অধিনায়ক ফ্রেসার উইলসন এমন বিস্ময় জাগানিয়া ইনিংস খেললেন। হক কাপে সাউথল্যান্ডের বিপক্ষে এমন কান্ড করেন তিনি। ১১৯ বল ক্রিজে টিকে থেকে দলের হার বাঁচাতে পারেননি তিনি।
উইলসন যখন উইকেটে যান তখন দলের সংগ্রহ ৭ উইকেটে ৯৯ রান। হার বাঁচাতে হলে দিনের শেষ ৩০ ওভারের মতো টিকে থাকতে হবে। ঠিক তখনই এমন শামুক গতির ব্যাটিং করেন। তবে নন-স্ট্রাইকিং প্রান্তে থেকে দুই ব্যাটসম্যান ফিরে গেলে শেষ হয় তার লড়াই।
দল হারলেও হারেন নি উইলসন। তার ইনিংসটি উঠে গেছে রেকর্ডের পাতায়। ১৯৯৯ সালে অকল্যান্ডে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিউজিল্যান্ডের জিওফ অ্যালটের ৭৭ বলে ০ রান করে রেকর্ড গড়েন। যা ভাঙ্গলেন উইলসন!
Discussion about this post