টেস্টের অভিজাত অঙ্গনে বাংলাদেশের পথচলা শুরু সেই ২০০০ সালে। দীর্ঘ ১৬ বছর কেটে গেলেও একমাত্র ভারতে এখন পর্যন্ত কোনো টেস্ট খেলেনি টাইগাররা।তবে এবার সেই অপ্রাপ্তি কাটছে। বিসিসিআইয়ের ওয়েবসাইটে দেওয়া তথ্যে জানা গেছে- হায়দ্রাবাদে হতে যাওয়া দুই দেশের মধ্যকার একমাত্র সেই টেস্ট ম্যাচটির সূচিতে পরিবর্তন আনা হল।
শুরুতে জানা যায়- বাংলাদেশ-ভারত একমাত্র টেস্ট শুরু হবে ৮ ফেব্রুয়ারি। কিন্তু এবার জানা গেল একদিন পিছিয়ে শুরু হবে আগামী ৯ ফেব্রুয়ারি।
একইভাবে আরেকটি সুখবর। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে বাংলাদেশ দলের চাওয়া অনুযায়ী ভারতে একমাত্র টেস্টের আগে আছে প্রস্তুতি ম্যাচ। তিন দিনের একটি ম্যাচের ব্যাপারটি রোববার নিশ্চিত হল।
ভারত ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশের সেই তিনদিনের প্রস্তুতি ম্যাচ শুরু হবে ৩ ফেব্রুয়ারি। হায়দ্রাবাদের একটি মাঠে হবে সেই ম্যাচ।
২৬ জানুয়ারি নিউজিল্যান্ড থেকে দেশে ফিরবে বাংলাদেশ দল। কয়েক দিন বিশ্রাম শেষে ১ ফেব্রুয়ারি ভারতে যাবে টাইগাররা।
সফরের জন্য এরই মধ্যে ৩০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যেখানে নাসির হোসেনও আছেন।
বাংলাদেশের প্রাথমিক দল-
তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, সৌম্য সরকার, মেহেদী মারুফ, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান, মেহেদী হাসান মিরাজ, শুভাগত হোম, নাজমুল হোসেন শান্ত, তাইজুল ইসলাম, মাশরাফি বিন মুর্তজা, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, কামরুল ইসলাম রাব্বি, শুভাশীষ রায়, রুবেল হোসেন, এবাদত হোসেন, তানবীর হায়দার, আব্দুল মজিদ, এনামুল হক বিজয়, আল আমিন হোসেন, আলাউদ্দিন বাবু, লিটন কুমার দাস, নাসির হোসেন এবং শফিউল ইসলাম।
Discussion about this post