মুস্তাফিজুর রহমানকে নিয়ে কোনরকম ঝুঁকি চাইছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবছর ব্যস্ত সূচি। সেখানে কাটার মাস্টারের সেই ছন্দ চাইছে বাংলাদেশ। এ কারণেই নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টেও রাখা হচ্ছে না চোট কাটিয়ে উঠা এই পেসারকে।
রোববার ক্রাইস্টচার্চ টেস্টের জন্য ১৫ সদস্যের অপরিবর্তিত দল ঘোষণা করল বিসিবি। মানে ওয়েলিংটনের দলটাই রাখা হয়েছে।
ভারত ও শ্রীলঙ্কা সফরে কাটার মাস্টারকে রাখতেই আপাতত কোন রকম ঝুঁকির পথে দল হাটবে না। ফেব্রুয়ারিতে ভারত সফরে তার ম্যাজিক দেখতে চাইছে সবাই। একমাত্র টেস্ট দিয়ে লঙ্গার ভার্সনে ফিরবেন দ্য ফিজ। সিরিজের জন্য ঘোষিত ৩০ জনের প্রাথমিক দলে আছেন এই বাঁহাতি স্পিনার।
ওয়েলিংটনে ১৫৯ রানের দুর্দান্ত ইনিংস খেলে আঙুলে চোট পাওয়া মুশফিকুর রহীমও আছেন দলে। আছেন ইমরুল কায়েসও। যদিও রোববার চোট নিয়ে অ্যাম্বুলেন্সে হাসপাতালে যেতে হয়েছে মুশির বদলে কিপিং করা ইমরুলকে।
বলা দরকার, শুক্রবার ক্রাইস্টচার্চে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।
দ্বিতীয় টেস্টের বাংলাদেশ দল
মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, রুবেল হোসেন, কামরুল ইসলাম রাব্বি, সৌম্য সরকার, তাসকিন আহমেদ, নুরুল হাসান এবং শুভাশীষ রায়।
Discussion about this post