এ যেন কল্পনারও অতীত। নিউজিল্যান্ডের ঘরের মাঠে কোন টেস্টে এর আগে এমন দৃশ্য দেখা যায়নি। শনিবার তেমনই এক নতুন ঘটনার জন্ম হল। ৮ উইকেটে ৫৯৫ রান নিয়ে ১ম ইনিংস ঘোষণা করার পরই সেই ইতিহাসের জন্ম দেয় বাংলাদেশ। এরপর বল হাতে কে শুরু করবেন? কামরুল ইসলঅম রাব্বি নাকি তাসকিন আহমেদ? শেষ পর্যন্ত প্রথম ওভারের বল হাতে মেহেদী হাসান মিরাজ। চমকে যাওয়ার মতো ঘটনা!
এমন ঘটনায় রীতিমতো ইতিহাস হল। মিরাজের নাম উঠল রেকর্ডবুকে । নিউজিল্যান্ডের মাটিতে দলের প্রথম ইনিংসে প্রথম ওভারেই স্পিন এই প্রথম-দেখা গেল।তবে তারও আগে
সব মিলিয়েই মাত্র ৩ বার ইনিংসের শুরু হয়েছিল স্পিনে। যদিও সেটি ছিল তৃতীয় ইনিংসে কিংবা চতুর্থ ইনিংসে।
স্পিনার ডেনিস কম্পটন ১৯৫১ সালে ক্রাইস্টচার্চ টেস্টের তৃতীয় ইনিংসে প্রথম ওভার বোলিং করেছিলেন। ইংলিশ তারকা যখন বল হাতে নেন তখন টেস্টের পরিনতি ছিল ড্র!
এমন ঘটনা ঘটিয়ে অবশ্য সাফল্য পাননি ইংলিশ সিরিজে ঝড় তোলঅ মিরাজ। বল হাতে ব্যর্থই বলা যায় তাকে। ওয়েলিংটনে ২৬ ওভারে ৮২ রান দিয়ে কোন উইকেট পাননি এই টাইগার স্পিনার।
Discussion about this post