কিছুতেই ইনজুরি থেকে মুক্তি মিলছে না। আগের দিন চোট কাটিয়ে ব্যাট হাতে রাজত্ব করেছিলেন তিনি। ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বোলারদের চমকে দিয়ে করেন ১৫৯ রান। সেই মুশফিকুর রহীম শনিবার ফের চোট নিয়ে মাঠ ছাড়লেন। শঙ্কা জাগছে তাকে নিয়ে। ওয়েলিংটন টেস্টে বাকি দুই দিন হয়ত আর মাঠে নামা হচ্ছে না এ ডানহাতি ব্যাটসম্যানের। তবে দলের প্রয়োজনে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে চাইছেন মুশি।
শনিবার ফিল্ডিংয়ে গ্লাভস হাতে মাঠে নামেন নি বাংলাদেশের টেস্ট অধিনায়ক। তাইতো দলকে নেতৃত্ব দিয়েছেন তামিম ইকবাল। তার বদলে মাঠে ফিল্ডিং করেছেন সৌম্য সরকার।এই টেস্টে তৃতীয় দিন শেষে নিউজিল্যান্ড ১ম ইনিংসে ৩ উইকেট হারিয়ে তুলেছে ২৯২ রান। এর আগে ৮ উইকেটে ৫৯৫ রান নিয়ে ১ম ইনিংস ঘোষণা করে বাংলাদেশ।
তারও আগে হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে মুশফিক মিস করেছেন নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে এবং টি-টুয়েন্টি সিরিজ। শনিবার সকালে স্থানীয় এক হাসপাতালে তার আঙুলে এক্স-রে করা হয়। রিপোর্টে কোনো চিড় ধরা পড়েনি। তবে আঙুল ফুলে আছে এবং ব্যাথাও আছে। এ অবস্থায় ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়েছে মুশফিককে।
এ অবস্থায় শনিবার উইকেটরক্ষকের ভূমিকায় ছিলেন ইমরুল কায়েস। এর আগে ২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে খুলনা টেস্টেও কিপিং করতে দেখা গেছে তাকে। সেখানেও আঙুলের চোটে মাঠের বাইরে চলে যান মুশি।
Discussion about this post