তিনি টেস্টের ব্যাটসম্যান।ওয়ানডে এবং টি-টুয়েন্টিতে প্রবেশাধিকার নেই। তাইতো বাংলাদেশ দলের সঙ্গে নিউজিল্যান্ড সফরের শুরু থেকেই শুধু ঘুরে বেড়ালেন। ড্রেসিং রুমে বসে দেখলেন সতীর্থদের হার। সফরে টাইগারদের ৬ হারের সঙ্গে থাকতে হয়নি তাকে। দর্শক হয়ে শুধু সেই যন্ত্রণার সঙ্গী হয়েছেন। কিন্তু এবার মাঠের লড়াই শুরু হয়ে যাবে। বৃহস্পতিবার ভোর চারটা থেকে ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলতে নামছে বাংলাদেশ। আর টেস্টে তো মুমিনুল হক ‘অটোমেটিক চয়েজ।’
এই টেস্ট-স্পেশালিষ্ট নিউজিল্যান্ডে এসে দলের সঙ্গে পাঁচটি শহর ঘুরে বেড়িয়েছেন। খেলার সুযোগ মিলেনি। এবার অপেক্ষার প্রহর শেষ হচ্ছে। ক্যারিয়ারের ২০তম টেস্টে খেলতে কিছুক্ষণ পরই নামছেন মাঠে।
বেসিন রিজার্ভের সবুজ উইকেটে তার সামনে কঠিন পরীক্ষা। যাকে কীনা বলা হয় লিটল ডায়নামাইট। সেই মুমিনুল হক অবশ্য এখন সেই চেনা ছন্দে নেই। গতবছর ইংল্যান্ডের বিপক্ষে দুই টেস্টে চার ইনিংসে একটি মাত্র হাফসেঞ্চুরি। ঢাকা টেস্টে জয়ের সেই ম্যাচে অবশ্য প্রথম ইনিংসে ৬৬ রান করেন তিনি।
তবে তার আগে টেস্টে সাফল্যের ধারাতেই ছিলেন মুমিনুল ২০১৪ সালের নভেম্বরে চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে ১৩১ রানে অপরাজিত ছিলেন তিনি। ১৯ টেস্টের ক্যারিয়ারে ১৫৫০ রান করেন মুমিনুল। গড় বেশ ভাল- ৫১.৬৬! সেই সাফল্য ধরে রাখার মিশনে এবার এই টাইগার ব্যাটসম্যান।
Discussion about this post