এতোদিন মুখস্ত উইকেটে খেলে গেছেন তিনি। সাফল্যও এসেছে চটজলদি। ক্যারিয়ারের অভিষেকেই বাজিমাত। প্রথমেই সিরিজসেরা। ইংল্যান্ডের বিপক্ষে সেই সাফল্যের পর আবারো বাংলাদেশের হয়ে সাদা পোশাকে মাঠে নামবেন মেহেদী হাসান মিরাজ। তবে এবার ভিন্ন এক কন্ডিশনে। যেখানে তার মতো স্পিনাররা শুধুই সংগ্রাম করে যায়! বৃহস্পতিবার ভোর চারটায় ওয়েলিংটনে শুরু বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের প্রথম টেস্ট।
তার আগে অধিনায়ক মুশফিকুর রহীম আছেন মেহেদী হাসান মিরাজের পাশে। অনুর্ধ্ব-১৯ দল থেকে উঠে আসা এই অলরাউন্ডারের কাছ থেকে খুব বেশি প্রত্যাশা না করতে ভক্তদের অনুরোধ করেছেন তিনি।
টেস্ট শুরুর একদিন আগে বুধবার মুশফিক বলেন, ‘আমি সবাইকে অনুরোধ করব, মিরাজের কাছে বেশি প্রত্যাশা যেন না করা হয়। জাতীয় দলের হয়ে ওর এটা জীবনের প্রথম বিদেশ সফর। ওকে সময় দিতে হবে আমাদের। এখনই প্রত্যাশার চাপ বাড়িয়ে দেয়া ঠিক হবে না।’
তবে সর্বশেষ টেস্ট সিরিজটা স্বপ্নের মতো কেটেছে মিরাজের। চট্টগ্রামে ইংল্যান্ডের বিপক্ষে অভিষেকে প্রথম ইনিংসে ৮০ রানে ৬ উইকেট নেন এই স্পিনার। এরপর ঢাকা টেস্টে দুই ইনিংসেই ৬টি করে উইকেট নিয়ে হয়ে যান জয়ের নায়ক।
ওয়েলিংটনের অবশ্য স্পিনারদের জন্য লড়াইটা কঠিনই হতে পারে। মুশফিক বলছিলেন, ‘বাংলাদেশের উইকেটে স্পিনাররা আক্রমণাত্মক ভূমিকায় থাকে, এখানে তা হবে অন্যরকম। তবে মানিয়ে নিতে পারলে এখানেও সাফল্য পাওয়া সম্ভব।’
Discussion about this post