তার বিদায় নেয়াটা ছিল বিস্ময়কর। হঠাৎ সীমিত ওভারের ক্রিকেটের নেতৃত্ব থেকে সরে দাঁড়ান তিনি। তবে তার জায়গায় যে বিরাট কোহলি আসবেন সেটা অনুমিতই ছিল। ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন সীমিত ওভারের সিরিজের জন্য শুক্রবার দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
সেই দলে আছেন ওয়ানডে ও টি-টুয়েন্টি দলের অধিনায়কত্ব ছেড়ে দেয়া মহেন্দ্র সিং ধোনিও। টেস্টের মতো এখানেও বিরাট কোহলির নেতৃত্বে মাঠে নামবে ভারত। মানে রঙীন পোশাকেও ধোনির অধিনায়ক কোহলি!
তবে দলে চমকের নাম যুবরাজ সিং। ভারতের ওয়ানডে ও টি-টুয়েন্টি দলে আবারো জায়গা করে নিলেন তিনি। প্রায় ৯ মাস পর ভারতের ওয়ানডে ও টি-টুয়েন্টি দলে ফিরলেন যুবি। ভারত-ইংল্যান্ড তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি শুরু হবে ১৫ জানুয়ারি পুনেতে। তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ শুরু ২৬ জানুয়ারি।
ভারতের ওয়ানডে দল
লোকেশ রাহুল, শিখর ধাওয়ান, বিরাট কোহলি (অধিনায়ক), মহেন্দ্র সিং ধোনি, মনিশ পাণ্ডে, কেদার যাদব, যুবরাজ সিং, আজিঙ্কা রাহানে, হার্দিক পাণ্ডিয়া, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অমিত মিশ্র, জাসপ্রিৎ বোমরাহ, ভুবনেশ্বর কুমার এবং উমেশ যাদব।
ভারতের টি-টুয়েন্টি দল
লোকেশ রাহুল, মন্দ্বীপ সিং, বিরাট কোহলি (অধিনায়ক), মহেন্দ্র সিং ধোনি, যুবরাজ সিং, সুরেশ রায়না, ঋশাব পান্ট, হার্দিক পাণ্ডিয়া, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, যুজবেন্দ্র চাহাল, মনিশ পাণ্ডে, জাসপ্রিৎ বোমরাহ, ভুবনেশ্বর কুমার এবং আশীষ নেহরা।
Discussion about this post