গোটা টুর্নামেন্টেই দুর্দান্ত খেলছিল খুলনা বিভাগ। শেষটাতেও থাকল সেই ধারাবাহিকতা। তারই পথ ধরে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) শিরোপা জিতে নিল খুলনা বিভাগ। ষষ্ঠ রাউন্ডে ঢাকা মেট্রোর বিপক্ষেও জয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হল তারা। আর প্রথম স্তর থেকে অবনমন হয়েছে ঢাকা মেট্রোর। তাদের ৩৯৮ রানের বড় ব্যবধানে হারানোর মধ্য দিয়ে খুলনা পেল পঞ্চম লিগ শিরোপা।
এমন জয়ের নায়ক তুষার ইমরান। জাতীয় দলের সাবেক এই ক্রিকেটার টানা তৃতীয় ম্যাচে সেঞ্চুরির দেখা পেয়েছেন। ফতুল্লায় বৃহস্পতিবার ৫ উইকেটে ৪২৩ রানে পৌঁছে ইনিংস ঘোষণা করে খুলনা। মেট্রোর সামনে ৫০৯ রানের দাঁড়ায়। সেটা সংগতভাবেই করা হয়ে উঠেনি।
এর আগে এনামুল হক বিজয় ১৫৩ বলে ১২২ করেন। আর এদিন তুষার ইমরান ৭৩ রানে তৃতীয় দিন শুরু করেন। লিগে টানা তৃতীয় ম্যাচে ১৩৮ রানে থামেন তিনি। ১৪ চার ও ৩ ছয়ে নিজের ইনিংসটি সাজান তিনি।
এ জয়ে ছয় রাউন্ড শেষে চ্যাম্পিয়ন খুলনার পয়েন্ট দাঁড়ায় ৫৮। অন্যদিকে মাত্র ২৯ পয়েন্ট পাওয়া মেট্রোকে নেমে গেল দ্বিতীয় স্তরে।
Discussion about this post