ওয়ানডে সিরিজে হারের পর প্রতিশোধটা টি-টুয়েন্টি সিরিজে নিয়ে নিল দক্ষিণ আফ্রিকা। রোববার তিন ম্যাচ সিরিজে হাম্বানটোটায় দ্বিতীয় টি-টুয়েন্টিতে শ্রীলঙ্কাকে ২২ রানে হারিয়ে ২-০ তে এগিয়ে থেকে সিরিজ নিশ্চিত করল প্রোটিয়ারা।
শ্রীলঙ্কায় দক্ষিণ আফ্রিকার সিরিজ জয় এলো ২০ বছর পর। সেই ১৯৯৩ সালে লঙ্কানদের মাটি থেকে টেস্ট সিরিজ জিতে ফিরেছিল প্রোটিয়ারা। এরপর ওয়ানডে, টেস্ট বা টি-টুয়েন্টি সিরিজ-সবই ছিল অধরা। দক্ষিণ আফ্রিকার করা ১৪৫ রানের জবাবে ব্যাটসম্যানদের ব্যর্থতা আর প্রোটিয়া বোলারদের সুনিয়ন্ত্রিত বোলিংয়ে ৭ উইকেটে ১২৩ রানে থেমে যেতে হয় শ্রীলঙ্কাকে।
সংক্ষিপ্ত স্কোর-
দক্ষিণ আফ্রিকা : ১৪৫/৬ (মিলার ৩৬, ডুমিনি ৩০, ডি নক ১৯; কুলাসেকারা ২/২২, সেনানায়েকে ২/১৮)। শ্রীলঙ্কা : ১২৩/৭ (কুশাল ২১, সাঙ্গাকারা ৩৯, পেরেরা ২২*; সোতসোবে ২/১৭, মরকেল ২/৩৪)।
ম্যাচসেরা: ডেভিড মিলার
Discussion about this post